Home অন্যান্য সাপের ছোবলে প্রাণ গেল ‘মনসা’র

সাপের ছোবলে প্রাণ গেল ‘মনসা’র

বিজনেসটুডে২৪ ডেস্ক

সাপের ছোবলে মৃত্যু হল সাক্ষাৎ মনসার!  গোপাল অধিকারী (৪০) এতকাল মনসা সেজে নাচতেন, গাইতেন, ভাসান পালায় আসর মাতাতেন। হাতে ধরা থাকত জীবন্ত বিষধর সাপ। সেটাই ছিল তাঁর পালাগানের মূল আকর্ষণ। সেই আকর্ষণই কাল হল ‘মনসা’রূপী গোপালের।

বুধবার সন্ধ্যায় কলকাতার ক্যানিংয়ের পিয়ালির গ্রামে মনসার পালাগানের আসর বসেছিল। সেখানেই মঞ্চ মাতাচ্ছিলেন গোপাল, হাতে ছিল বিষধর কেউটে! গানও চলছিল পুরোদমে। কিন্তু হঠাৎ ছন্দপতন। হাতের কেউটেই সুযোগ বুঝে মনসারূপী গোপালকে ছোবল দেয়। সেই ছোবলকে পাত্তাই দেননি গোপাল, নাচগান করতে করতে একসময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

 

সকলে মিলে তাঁর মুখে চোখে জল দেন, তারপর বুঝতে অনেকটাই সময় লাগে যে নিজের সাপই ছোবল দিয়েছে গোপালকে। প্রায় ঘন্টা তিনেক পর তাঁকে অটোয় তুলে নিয়ে যাওয়া হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। গোপালকে ২৫টি সাপের বিষের প্রতিষেধক দেওয়া হয়, কিন্তু বাঁচানো যায়নি। জানা গিয়েছে সেদিন মদ্যপান করে মঞ্চে উঠেছিলেন গোপাল। তাই সাপের ছোবল টের পাননি। ঘটনায় শোক প্রকাশ করেন ক্যানিং মহকুমা হাসপাতালের সাপ বিশেষজ্ঞ চিকিৎসক সমরেন্দ্র নাথ রায়। বলেন, এ ধরনের বিপজ্জনক কাজ অবিলম্বে বন্ধ করা উচিত। সকলকে আরও সচেতন থাকতে হবে।