বিজনেসটেুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: করোনাভাইরাসে আক্রান্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে হেলিকপ্টারযোগে ঢাকায় নেয়া হয়েছে।
রবিবার সকাল ১১টা ১০ মিনিটে বান্দরবান ক্যান্টনমেন্ট থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ রওনা দেন। বড় ছেলে রবিন বাহাদুর সঙ্গে গেছেন।
মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শৈমংচিং মারমা জানান, কয়েকদিন ধরে জ্বর ও হালকা কাশি ছিলো। বান্দরবানের বাড়িতে সীমিত আকারে দৈনন্দিন কাজকর্ম করেছেন। অন্য কোনো অসুস্থতা দেখা যায়নি।
শনিবার কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ ধরা পড়ার পর মন্ত্রী নিজ বাড়িতে আইসোলেশনে ছিলেন।
বান্দরবান সদর হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. প্রত্যুষ পল বলেন, শনিবার ( ৬ জুন) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংসহ মোট ৯ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনিবার কক্সবাজার ল্যাবে পরীক্ষায় তারা পজিটিভ শনাক্ত হন।