Home অন্যান্য মন্দিরের সম্পত্তির মালিক দেবতাই: ভারতীয় সুপ্রিম কোর্ট

মন্দিরের সম্পত্তির মালিক দেবতাই: ভারতীয় সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: মন্দিরের সম্পত্তির মালিক দেবতা না পুরোহিত? এই প্রশ্নের উত্তরে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল মন্দির থাকবে দেবতারই। কোনও পুরোহিত সেই সম্পত্তির দেখভাল করতে পারেন, তবে নিজের বলে দাবি করতে পারেন না। মধ্যপ্রদেশ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদনের শুনানিতে মঙ্গলবার এই রায় দিয়েছে।

বিচারপতি হেমন্ত গুপ্তা এবং বিচারপতি এএস বোপান্নার বেঞ্চ জানিয়েছে, পুরোহিতরা জমি সংক্রান্ত কাজ করতে পারলেও তা বিক্রি করতে পারবেন না। অর্থাৎ পুরোহিতরা আর মন্দিরের সম্পত্তি বেআইনিভাবে বিক্রি করতে পারবেন না। শীর্ষ আদালত জানিয়েছে, জনসাধারণের জন্য যে দেবতার মন্দির, তার মালিক স্বয়ং ঈশ্বর।

-বিজনেসটুডে২৪ ডেস্ক