বিজনেসটুডে২৪ ডেস্ক
ভারতের তামিলনাড়ুর থানজাভুর জেলার কালিমেদুর এক মন্দিরে রথযাত্রার সময় বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১১ জনের। তাঁদের মধ্যে দুজন শিশুও ছিল। বুধবার স্থানীয় সময় সকালে এই দুর্ঘটনা। মন্দিরের রথেই বিদ্যুৎ সংযোগ ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় উপস্থিত ১১ জনের।
পুলিশ সূত্রের খবর, কালিমেদুর আপ্পার মন্দিরে যখন রথ নিয়ে শোভাযাত্রা চলছিল সেই সময় রথটির উপরের অংশ বিদ্যুতের হাই-ট্রান্সমিশন তারের সংস্পর্শে আসে । রথের উপর যাঁরা দাঁড়িয়ে ছিলেন তাঁরা বিদ্যুৎস্পৃষ্ট হন। মন্দির কমিটি থেকেও জানানো হয়েছে রথটি একটি বিশেষ মোড় ঘুরছিল, সেই সময় ওভারহেড তারের সঙ্গে রথের উপরের অংশের ধাক্কা লাগে। তাতেই এই মর্মান্তিক পরিণতি।
নিহত ১১ জনের মধ্যে ২ জন শিশুও ছিল। এছাড়া আরও তিন জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের শরীরের অনেকাংশ পুড়ে গিয়েছে।