বিজনেসটুডে২৪ ডেস্ক:
প্রাক্তন বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি শুক্রবার মহাকুম্ভে সন্ন্যাস গ্রহণ করেছেন। কিন্নর আখড়ার মহামণ্ডলেশ্বর হিসেবে নিযুক্ত হয়েছেন প্রাক্তন অভিনেতা।
শুক্রবার প্রয়াগরাজের সঙ্গম ঘাটে নিজেই নিজের পিন্ড দান করেন অভিনেতা মমতা কুলকার্নি। সংবাদ সংস্থাকে প্রাক্তন অভিনেতা বলেন, ‘… এটাই ছিল মহাদেবের আদেশ, মহাকালীর আদেশ। এই ছিল আমার গুরুর আদেশ। এই দিনটিকেই বেছে নিয়েছেন তাঁরা। আমি কিছুই করিনি।’
এর আগে কিন্নর আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর লক্ষ্মী নারায়ণ ঘোষণা করেন, মমতা কুলকার্নি মহামণ্ডলেশ্বরের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
২০১৪ সালে, ভিকি গোস্বামীর সঙ্গে মাদকচক্রে নাম জড়ানোর অভিযোগে মমতা কুলকার্নিকে কেনিয়ায় পুলিশ আটক করেছিল। তাঁদের মধ্যে সম্পর্ক ছিল বলেও জানা যায়। এমনকী শোনা গিয়েছিল তাঁরা বিয়েও করেছেন। তবে দু’জনেই বিষয়টিকে অস্বীকার করেছেন। একটা সময় এমনও রটেছিল অভিনেত্রী ধর্ম পরিবর্তন করেছিলেন জেলে থাকাকালীন। ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মমতা। যে কারণে ২০১২ সালে তাঁকে মুক্তি দেওয়া হয় এবং তাঁর সাজাও দশ বছর কমানো হয়েছিল।
ভিকিও তাঁর নাম পরিবর্তন করে ইউসুফ খান এবং মমতা কুলকার্নি আয়েশা বেগম হয়েছিলেন। তাঁদের দু’জনেরই ইসলাম রীতি অনুযায়ী জেলে বিয়ে হয় বলেও শোনা গিয়েছিল। কিন্তু, দু’জনেই সেই খবর মিথ্যে বলে দাবি করেন।
মাদক মামলায় স্বস্তি পাওয়ার পর মমতাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তাঁকে পরিচয় গোপন করতে দেখা যায়। তাঁর দাবি, তিনি বলিউড অভিনেত্রী মমতা কুলকার্নি নন, আয়েশা বেগম। ২০১৩ সালেও কুম্ভমেলায় গিয়েছিলেন মমতা। সেরেছিলেন গঙ্গাস্নান।ভাইরাল ছবিতে দেখা গিয়েছে পরনে গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা, কপালে গেরুয়া তিলক।
মমতা কুলকার্নি ১৯৯০ এর দশকে ‘করণ অর্জুন’ এবং ‘বাজি’র মতো হিট ছবিতে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। শাহরুখ খান, সলমান খান ও আমির খানের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন মমতা। তবে মাদক বিতর্কে নাম জড়ানোর পর-পরই ২০০০ সালের গোড়ার দিকে মমতা বলিউড থেকে দূরে সরে গিয়ে বিদেশে পাড়ি জমান।