বিজনেসটুডে২৪ ডেস্ক:
ভারত মহসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্র মরিশাসে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে যাওয়ার সময় রাজধানী পোর্ট লুইসের কাছে পেইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সবাই হাইবেক কনস্ট্রাকশন নামক এক কোম্পানিতে নির্মাণ শ্রমিক।
এক প্রবাসী বাংলাদেশি জানান, শ্রমিকরা বাসযোগে কাজে যাচ্ছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাইল নামক স্থানে একটি বাসস্ট্যান্ডের ভেতরে ঢুকে পড়ে।
মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রেজিনা আহমেদ জানান, তারা নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নিশ্চিত করবেন।