বিজনেসটুডে২৪ ডেস্ক: গত কয়েক মাসে হুহু করে বেড়েছে সোনার দাম। বাড়তে বাড়তে তা রেকর্ড অঙ্কে পৌঁছেছে। আন্তর্জাতিক বাজারেও সোনার প্রতি আউন্সের দাম ৩১০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। গত কয়েক বছর ধরেই সোনার দাম যে ভাবে বেড়েছে তাতে রিটার্নের নিরিখে শেয়ার বাজারকেও ছাড়িয়ে গিয়েছে। কিন্তু মার্কিন ফিনান্সিয়াল অ্যানালিস্ট সংস্থা মর্নিংস্টার মনে করছে, সোনার দাম সর্বোচ্চ সীমায় পৌছে গিয়েছে। আগামী দিনে সোনার দামবৃদ্ধির সম্ভাবনা কম। বরং আগামী কয়েক বছরে সোনার দাম ৩৮ শতাংশ পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে ওই মার্কিন অ্যানালিস্ট ফার্ম।
মার্কিন ফিনান্সিয়াল অ্যানালিস্ট ফার্ম মর্নিংস্টারের বিশ্লেষক জন মিলস জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম নামতে পারে ১ হাজার ৮২০ ডলারে।
গত কয়েক মাস ধরে বাজারে সোনার দাম বাড়িয়েছে। ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ চাপানোর আবহে এই পরিস্থিতি আরও জটিল হয়েছে। যার জেরে গত এক মাসেই সোনার দাম অনেকটা বেড়েছে। এই পরিস্থিতিতেই কোন কোন ফ্যাক্টরের জন্য সোনার দাম কমতে পারে, তাও জানানো হয়েছে মর্নিংস্টারের রিপোর্টে।
আগামী দিনে সোনার উৎপাদন গোটা বিশ্বে অনেক বাড়বে। অস্ট্রেলিয়াও সোনার উত্তোলন আগের থেকে কয়েক গুণ বৃদ্ধি করেছে। বিশ্বের গোল্ড রিজ়ার্ভ এর জেরে ৯ শতাংশ পর্যন্ত বাড়বে বলে উল্লেখিত হয়েছে ওই রিপোর্টে। বিভিন্ন ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠান নিজেদের ভাণ্ডারে মজুত রাখে সোনা। আগামী দিনে এই প্রবণতা কমাতে পারে বিভিন্ন ব্যাঙ্ক। তা-ও দাম হ্রাসের কারণ বলে মনে করছেন মর্নিংস্টারের বিশ্লেষকরা। ২০২৪ সালে সোনার দাম বেড়েছে প্রায় ৩২ শতাংশ। এবং তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে মত মর্নিংস্টারের বিশেষজ্ঞদের।
যদিও মর্নিংস্টারের দাবির সঙ্গে মতের ফারাক রয়েছে বিশ্বের প্রথম সারির একাধিক ফিনান্সিয়াল অ্যানালিস্ট সংস্থার। গোল্ডম্যান স্যাচস, ব্যাঙ্ক অফ আমেরিকা মনে করছে সোনার দাম আরও বাড়বে। আগামী দিনে প্রতি আউন্স সোনার দাম ৩৫০০ ডলার ছাড়িয়ে যাবে।