বিজনেসটুডে২৪ ডেস্ক: ডাবলিনের মলি ম্যালন। স্থানীয় পথচারী থেকে বেড়াতে আসা ভ্রাম্যমাণ পর্যটক- প্রতিদিনই অসংখ্য মানুষ তাঁর স্তনে হাত দেন। কারণ তাঁর স্তন চেপে ধরা নাকি সৌভাগ্যের প্রতীক। পথচলতি মানুষের এহেন আচরণে বিবর্ণ হয়ে গিয়েছে বক্ষ যুগলের রং। এবার ডাবলিনের সেই বিখ্যাত ব্রোঞ্জ মূর্তির হয়ে পথে নামলেন ট্রিনিটি কলেজের ছাত্রী ও সংগীতশিল্পী টিলি ক্রিপওয়েল।
ডাবলিনের এই মূর্তি গোটা পৃথিবীর ভ্রমণপ্রেমীদের কাছে অত্যন্ত পরিচিত। ডাবলিন শহরকে নিয়ে লেখা একটি বিখ্যাত গানে মলি ম্যালন নামের এক ‘সি ফুড’ বিক্রেতা তরুণীর উল্লেখ রয়েছে। এই কাল্পনিক চরিত্রকে নিয়েই ১৯৮৮ সালে এই ব্রোঞ্জের মূর্তিটি নির্মাণ করা হয়। এর পর থেকেই এই মূর্তির অর্ধেক উন্মুক্ত বক্ষে স্পর্শ করা শুরু করেন স্থানীয়রা।
২৩ বছরের সংগীতশিল্পী টিলি এই আচরণেরই প্রতিবাদ করছেন। ‘লিভ মলি এম-অ্যালোন’ অর্থাৎ ‘মলিকে একটা থাকতে দিন’ বলে প্রচার শুরু করেছেন তিনি। এমনকী স্থানীয় মিনিসিপ্যালিটিতে মূর্তিটিকে আরও উঁচুতে তোলার জন্য আবেদনও করেছেন তরুণী। যাতে পথ চলতি মানুষ নাগাল না পান। তরুণীর দাবি, গত ৮ মার্চ অর্থাৎ আন্তর্জাতিক শ্রমজীবী নারী দিবসের দিন ঘণ্টায় গড়ে অন্তত ৬০ জন ব্যক্তির মূর্তির স্তন চেপে ধরেছেন, ছবি তুলেছেন।