Home আন্তর্জাতিক ইসরায়েলে ১২০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান

ইসরায়েলে ১২০০ বছরের প্রাচীন মসজিদের সন্ধান

বিজনেসটুডে২৪ ডেস্ক

ইসরায়েলে প্রাচীন মসজিদের সন্ধান পেলেন প্রত্নতাত্ত্বিকরা। মনে করা হচ্ছে এই মসজিদটি কমপক্ষে ১২০০ বছরের প্রাচীন। যখন খ্রিষ্টীয় থেকে মুসলিম শাসনের যুগ শুরু হচ্ছে সেই সময়কার এই মসজিদটি।

বেদুইনদের প্রকল্পে কাজ করতে গিয়ে ইসরায়েলের নেগেভ মরুভূমিতে প্রাচীন এক মসজিদের সন্ধান পেয়েছেন প্রত্নতাত্ত্বিকরা। দেশটির দক্ষিণাঞ্চলের শহর রাহাতের কাছে নেগেভ মরুভূমিতে ইসরায়েল অ্যান্টিকস অথরিটি (আইএএ)-র খনন কাজের সময় মসজিদটি আবিষ্কৃত হয়।

নেগেভে বেদুইন উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প নিয়ে বেদুইনদের জন্য নতুন এলাকা গড়ে তোলার কাজ চলছে। প্রকল্পের কাজ চলাকালে এই সুপ্রাচীন স্থাপত্যটির সন্ধান পাওয়া যায়।

প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি আজ থেকে ১,২০০ বছর আগের এবং এই অঞ্চলের প্রাচীন মসজিদগুলোকে প্রতিনিধি স্বরূপ। খ্রিস্টীয় শাসন থেকে যখন মুসলিম শাসন বিস্তার লাভ করছে তখন মসজিদটি নির্মিত হয়।

মসজিদে একটি বর্গাকার কক্ষ রয়েছে। এর একটি দেয়াল মক্কা অভিমুখী যেখানে অর্ধ বৃত্তাকার একটি অংশ দক্ষিণ দিক নির্দেশ করছে।

তিন বছর আগে আইএএ প্রত্নতাত্ত্বিকরা প্রায় একই যুগের আরেকটি মসজিদের সন্ধান পায়। দুটি স্থাপনাই এখন ‘বিশ্বব্যাপী সন্ধান পাওয়া প্রাচীনতম নিদর্শন’-এর অন্তর্ভুক্ত।