Home Third Lead মহাধুমধামে কাল্লু বাসন্তির বিয়ে

মহাধুমধামে কাল্লু বাসন্তির বিয়ে

বিজনেসটুডে২৪ ডেস্ক

একজনের নাম কাল্লু, আরেকজন বাসন্তি। দুজনের বিয়ে হল মহা ধুমধাম করে। বিয়েতে ডিজে বাজিয়ে নাচগান থেকে শুরু করে ভূরিভোজ, রইল সবই।

কিন্তু এই কাল্লু আর বাসন্তি কে? মানুষ নয় ওরা। কুকুর ।

ভারতের বিহারের গ্রামে কুকুরের বিয়ে দেওয়া হল এমন ধুমধাম করে। পাত পেড়ে খেলেন ৪০০ জন মানুষ। সেই সঙ্গে নাচ-গান হইহুল্লোড় তো আছেই।

In Bihar Village, Drinks, Food and 400 People at Dogs' Wedding

ঘটনাটি ঘটেছে বিহারের মোতিহারির মাজুরাহ গ্রামে। সেখানেই থাকত এই দুই কুকুর। তাদের মালিকের নাম নরেশ সাহনি। তিনিই ছোট থেকে এই কুকুরদুটিকে পালন করেছেন। উপযুক্ত সময়ে তাদের চার ‘হাত’ থুড়ি চার পা এক করে দিলেন।

কাল্লু-বাসন্তির এই বিয়ের জাঁকজমক ছিল দেখার মতো। মানুষের বিয়েতে যেমন আয়োজন করা হয়, এখানে তার চেয়ে কম কিছু হয়নি। বিয়ের সমস্ত নিয়মকানুনও পালন করা হয়েছে। হিন্দু রীতি অনুসারে এই বিয়ে হয়েছে। বর আর কনেকে নতুন জামা পরিয়ে সাজিয়েও দেওয়া হয়েছে যত্ন করে।

বিয়ে দেখতে গ্রামের সকলে এসেছিলেন, এসেছিলেন গ্রামের বাইরের লোকজনও। এমন বিয়ে তাঁরা কেউ কখনও দেখেননি।