পঞ্চগড় থেকে মো. রবিউল ইসলাম রিপন: শখের বশে একদল যুবক মাছ ধরতে গিয়ে তেঁতুলিয়ায় সীমান্তঘেষা মহানন্দা নদীতে জালে আটকা পড়েছে সাড়ে ২৮ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ। রবিবার বিকেলে উপজেলার সর্দারপাড়া এলাকার মহানন্দা নদীতে ওই মাছটি ধরা পড়ে।
সর্দারপাড়া গ্রামের হাসিনুর, লিংকন, তইমুলসহ কয়েকজন যুবক মহানন্দা নদীতে মাছ ধরতে নামে। এ সময় নদীতে জাল ফেলার পর হাসিনুর তার পায়ের কাছে মাছটির উপস্থিতি টের পেলে বড় মাছ ভেবে দলবদ্ধ হয়ে সবাই পানিতে ডুবে জাল টেনে পাড়ে নিয়ে আসে। পরে তারা সাড়ে ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরে বাড়িতে নিয়ে যায়। এত বড় মাছটি দেখতে বিভিন্ন এলাকা থেকে ভিড় জমায় শতশত মানুষ।
হাসিনুর জানান, আমরা আজ কয়েকজন মিলে শখের বশে নদীতে মাছ ধরতে যাই। হঠাৎ আমাদের জালে প্রায় ২৮ কেজি ওজনের বাঘাইড় মাছটি আটকা পড়ে। আমরা মাছটি বাসায় নিয়ে এসে সমান ভাগে ভাগ করে নিয়েছি।
স্থানীয়রা জানান, সীমান্ত প্রবাহিত মহানন্দা নদীটি বাংলাদেশের-ভারত বুক চিরে প্রবাহিত হওয়ায় মাছটি ভারত থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। ইতোপূর্বেও এই নদী থেকে বাঘাইর, বোয়ালসহ বড় বড় মাছ ধরা পড়েছিল।