Home First Lead মহান স্বাধীনতা দিবস আজ

মহান স্বাধীনতা দিবস আজ

বিজনেসটুডে২৪ ডেস্ক

আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

দীর্ঘ ২৩ বছর পাকিস্তানি শাসক গোষ্ঠীর শোষণ-বঞ্চনা আর রক্তক্ষয়ী নানা সংগ্রামের পথ পেরিয়ে ১৯৭১ সালের আজকের এই দিনে বাঙালি জাতি স্বাধীকারের পথে পা বাড়িয়েছিলো। ২৫ শে মার্চ রাতে হানাদার বাহিনী গণহত্যা শুরুর পরপরই ২৬ শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নতুন রাষ্ট্রের ঘোষণা দিয়েছিলেন। এরপর দীর্ঘ নয় মাসের যুদ্ধের মাধ্যমে লাল সবুজের সেই বাংলাদেশকে ছিনিয়ে এনেছিলো বাঙালি।

আজ বাঙালি জাতি তথা বাংলাদেশের গৌরবগাঁথার দিন। হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল ভাঙার দিন। বিশ্বের বুকে মাথা উঁচু করার দিন। আজ মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে সুখী-সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে জাতি স্মরণ করবে একাত্তরের বীর সন্তানদের।

প্রতিবছরই মহান এ দিনটি জাতির সামনে হাজির হয় অন্যরকম অনুভূতি আর উন্মাদনা নিয়ে। তবে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে এবারই প্রথম স্বাধীনতার ৪৯তম বার্ষিকী উদযাপিত হচ্ছে ভিন্ন পরিবেশে, অন্যরকম অনুভূতিতে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস মহামারির ধাক্কা লেগেছে আমাদের দেশেও। করোনা ঠেকাতে সম্মিলিতভাবে কাজ করা হচ্ছে। এ কারণে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোসহ সব জাতীয় কর্মসূচি বাতিল করা হয়েছে।