বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান, মহাপ্রতারক সাহেদকে আজ বৃহস্পতিবার আদালতে তুলে ১০ দিনের রিমান্ডে চাইবে ডিবি।
বুধবার সাহেদকে গ্রেপ্তারের পর র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব) প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে ডিবিতে হস্তান্তর করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানান, রিজেন্টের প্রতারণার মামলাটি ডিবি তদন্ত করছে। সাহেদকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে ।
করোনা টেস্টের ভুয়া রিপোর্টের মামলা সহ ৫৯ টি মামলা রয়েছে শাহেদের বিরুদ্ধে।
গ্রেপ্তারের পর সাহেদের গোপন আস্তানায় অভিযান চালায় র্যাব। তার আস্তানা থেকে ১ লাখ ৪৬ হাজার জাল টাকা উদ্ধার করা হয়।
দেবহাটা থানায় মামলা
সাতক্ষীরার দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, বুধবার রাতে র্যাব-৬ এ সিপিসি-১ এর ডিএডি নজরুল ইসলাম বাদী হয়ে দেবহাটা থানায় একটি মামলা দায়ের করেন। বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার সীমান্তবর্তী শাঁখরা কোমরপুর থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।
মামলায় সাহেদ করিমকে প্রধান আসামি করা হয়। এছাড়া, মামলায় নৌকার মাঝি বাচ্চুকে পলাতক ও আরও একজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
ওসি বিপ্লব কুমার সাহা বলেন, র্যাব এর পক্ষ থেকে অস্ত্র আইনে মামলাটি দায়ের করা হয়েছে। মামলায় সাহেদকে মূল আসামি এবং একজনকে পলাতক ও আরও একজনকে অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।