Home দিল্লি মহারাষ্ট্রে ট্রেনের চাকায় প্রাণ গেছে ৮ জনের

মহারাষ্ট্রে ট্রেনের চাকায় প্রাণ গেছে ৮ জনের

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ ডেস্ক:
বুধবার ভারতের মহারাষ্ট্রের জালগাঁওয়ে পাচোরা স্টেশনের কাছে রেল লাইনের ওপর দাঁড়িয়ে থাকা যাত্রীদের ওপর দিযে চলে গেছে বেঙ্গালোর এক্সপ্র্রেস। এতে কমপক্ষে ৮ জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে আশংকা করা হচ্ছে। বুধবার বিকেল ৪টা ১৯ মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
রেল কর্তৃপক্ষের উদ্বৃতি দিয়ে বিভিন্ন সংবাদ সংস্থা জানায়, লখনৌ থেকে মুম্বইগামী পুষ্পক এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার গুঁজবে ভীত সন্ত্রস্ত কোন যাত্রী চেইন টানে। তাতে ট্রেনটি দাাঁড়িয়ে যায়। যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে রেললাইনের ওপর দাঁড়ায়।
এই পর্যায়ে বেঙ্গালোর এক্সপ্রেস সেখান দিয়ে ছুটে যায়। ফলে হতাহতের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অন্ততঃ ৮ জনের মৃত্যুর খবর জানা গেছে। আহত হয়েছে অনেক। ঘটনার পরপরই রেল কর্মকর্তারা সেখান পৌঁছেছেন। চলছে উদ্ধার তৎপরতা।