Home দিল্লি মহারাষ্ট্রে হিট স্ট্রোকে ২৫ জনের প্রাণহানি

মহারাষ্ট্রে হিট স্ট্রোকে ২৫ জনের প্রাণহানি

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

গত মার্চ ও এপ্রিলে ভারতের মহারাষ্ট্রে হিট  স্ট্রোকে আক্রান্ত হয়েছেন ৩৭৪ জন। অনেক বিশেষজ্ঞের মতে, আক্রান্তের সংখ্যা আরও বেশি। হিট  স্ট্রোকে মারা গিয়েছেন ২৫ জন। গত ছ’বছরে ওই রাজ্যে এত বেশি সংখ্যক মানুষ হিট  স্ট্রোকে মারা যাননি।

মহারাষ্ট্রের উত্তর ও মধ্যভাগেই এবার গরম পড়েছে সবচেয়ে বেশি। মারাঠাওয়াড়া ও বিদর্ভ অঞ্চলে তাপমাত্রা ৪০ থেকে ৪৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। বিদর্ভে হিট স্ট্রোকে মৃতের সংখ্যা ১৫। মারাঠাওয়াড়ায় মারা গিয়েছেন ছ’জন। জলগাঁওতে মৃত্যু হয়েছে চারজনের। বিদর্ভ অঞ্চলের মধ্যে নাগপুরে ১১ জন, অকোলায় তিনজন ও অমরাবতীতে একজন মারা গিয়েছেন। জালনায় মারা গিয়েছেন দু’জন।

ছবি সংগৃহীত

ঔরঙ্গাবাদ, হিঙ্গোলি, ওসমানাবাদ ও পারিভানিতে একজন করে মারা গিয়েছেন। নাগপুর ডিভিশনে হিট স্ট্রোক হয়েছে ২৯৫ জনের। গত দু’বছরে মহারাষ্ট্রে একজনও হিট স্ট্রোকে মারা যাননি। ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৯ জনের।