Home চট্টগ্রাম মহাসড়কে দুধ ঢেলে প্রতিবাদ

মহাসড়কে দুধ ঢেলে প্রতিবাদ

বিজনেসটুডে২৪ ডেস্ক:

দাম কম হওয়ায় মহাসড়কে দুধ ঢেলে ব্যাতিক্রমী প্রতিবাদ কর্মসূচি পালন করেছে দুধ উৎপাদনকারী খামারিরা। এ সময় ৩হাজার লিটার দুধ ঢালা হয়। পরে সেখানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম জেলা ডেইরি ফার্মস অ্যাসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলীর মইজ্জারটেক টোলপ্লাজায়নগরীর কর্ণফুলী এলাকায় সমাবেশে খামারিরা প্রতি লিটার তরল দুধের ষাট টাকা ন্যায্য দাম নিশ্চিত করা ও সঠিক বাজারজাত ব্যবস্থাপনা তৈরি করে ৩ টাকা পরিবহন খরচ দাবি করেন।

এছাড়া দুগ্ধ প্রসেসিং কোম্পানির সঙ্গে অ্যাসোসিয়েশন কর্তৃক নির্ধারিত দামে তরল দুধের দাম সমন্বয়, এলাকাভিত্তিক খামারিদের দুধ সংরক্ষণ ব্যবস্থাপনা তৈরি করা, ভোক্তাদের সচেতনতা বৃদ্ধি , গো-খাদ্য দাম বৃদ্ধির এবং আধুনিক খামারের জন্য বৈদেশিক যন্ত্রপাতি আমদানিতে সব শুল্ক প্রত্যাহার দাবি তুলেন।

চট্টগ্রাম ডেইরী ফারমার্স অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আলহাজ্ব হারুন চৌধুরী (নেভী) বলেন, খামারিদের দাবি না মানলে আগামীকাল থেকে আন্দোলন অব্যাহত থাকবে।

সমাবেশে জাফর ইকবাল, মো. ফোরকান, জামাল উদ্দিন, মোহাম্মদ নূর, আবদুল মান্নান উপস্থিত ছিলেন।

-সংবাদ বিজ্ঞপ্তি