বিজনেসটুডে২৪ ডেস্ক
একের পর এক ধামাকা আনছে মাইক্রোসফট (Microsoft)। ব্যবহারকারীদের জন্য নতুন সংস্করণ উইন্ডোজ ১১ আনার কথা আগেই ঘোষণা করেছিল সংস্থাটি। এবার সেই তালিকায় যুক্ত হল মাইক্রোসফট অফিস ২০২১-এর নাম (Microsoft Office 2021)। আগামী ৫ অক্টোবর এই বড় দুটি পণ্য একসঙ্গে বাজারে আনছে মাইক্রোসফট।
ধামাকা এখানেই শেষ নয়, উইন্ডোজ এবং ম্যাকওএস এর জন্য মাইক্রোসফট অফিসের লং টার্ম সার্ভিসিং চ্যানেল (এলটিএসসি) সবার জন্য উন্মুক্ত করা হবে এই একই দিনে। এর সাহায্যে ব্যবহারকারীরা সহজেই উপকৃত হবেন।
মাইক্রোসফটের নতুন সংস্করণ ২০২১, পুরনো সংস্করণ ২০১৯ এর পরিবর্তে আনা হচ্ছে। নতুন সংস্করণে ব্যবহারকারীরা মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের মতো জনপ্রিয় সুবিধাগুলো উপভোগ করতে পারবেন।
নতুন সংস্করণে ব্যবহারকারীরা একসঙ্গে পাঁচ বছরের সুবিধা পাবে। যার ফলে ব্যবহারকারীদের বারবার আপডেট কিছু করার প্ৰয়োজন পড়বে না। অর্থাৎ ব্যবহারকারীরা ওয়ান টাইম পার্চেজ মডেল এবং পাঁচ বছরের সাপোর্ট সহ অফিস অ্যাপের একটি স্বতন্ত্র সংস্করণ পাবেন। তবে এখানে মাইক্রোসফট ৩৬৫ এর মতো এখানে নিয়মিত আপডেট পাওয়া যাবে না।
যদিও অফিস ২০২১ এবং অফিস এলটিএসসি’র বেশিরভাগ ফিচারই এক। তবে কিছু কিছু ডিভাইসের ক্ষেত্রে ফিচার আপডেট সীমিত থাকতে পারে। অফিস এলটিএসসিতে অন্তর্ভুক্ত কিছু ফিচারের মধ্যে রয়েছে ডাইনামিক অ্যারে, এক্সেলে এক্সলুকআপ, ডার্কমুড সাপোর্ট এবং ওয়ার্ড, এক্সেল, আউটলুক এবং পাওয়ার পয়েন্টে পারফরমেন্স ইমপ্রুভমেন্ট।
অফিস ২০২১ ব্যাক্তিগত ও ক্ষুদ্র ব্যবসার ক্ষেত্রে সারা বিশ্বজুড়ে পাওয়া যাবে বলে জানায় মাইক্রোসফট। পরবর্তীতে নতুন কম্পিউটারের সঙ্গে এই সংস্করণটি দেওয়া হবে বলে জানানো হয়। অন্যদিকে, আলাদাভাবেও ব্যবহারকারীরা এই সংস্করণ কিনতে পারবে বলে জানানো হয়েছে।