Home অন্যান্য মাইক্রোসফট উইন্ডোজ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটস অ্যাপ

মাইক্রোসফট উইন্ডোজ ফোনে বন্ধ হচ্ছে হোয়াটস অ্যাপ

ওয়াশিংটনঃ  মঙ্গলবার থেকেই বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটস অ্যাপ। মাইক্রোসফট উইন্ডোজ রয়েছে এমন সমস্ত ফোনে বন্ধ হচ্ছে বিশ্বের অন্যতম জনপ্রিয় এই অ্যাপটি। ইতিমধ্যে সংস্থার তরফে জানানো হয়েছে যে, রাত ১২টার পর থেকে উইন্ডোজ ফোনগুলিতে সম্পূর্ণ বন্ধ হবে। ফলে আজ সোমবারের মধ্যেই নয়া অ্যাকাউন্ট খুলে নিতে বলা হয়েছে সংস্থার তরফে।

একই সঙ্গে হোয়াটস অ্যাপের তরফে আরও জানানো হয়েছে যে, Windows mobile operating system- এ মূলত আর কোনও আপডেট দেওয়া সম্ভব নয়। এমনকি নতুন আর কোনও ফির্চাসও দেওয়া সম্ভব নয়। আর সেই কারণে ৩১ শে ডিসেম্বরেই Windows সমস্ত মোবাইলে বন্ধ হয়ে যাচ্ছে হোয়াটস অ্যাপ। Windows ফোন ছাড়াও আরও বেশ কিছু ফোনেও আর কাজ করবে না হোয়াটস অ্যাপ। ফলে নতুন বছর থেকে কয়েকটি মোবাইল প্ল্যাটফর্মে সমর্থন বন্ধ করে দেওয়া হচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী কয়েক কোটি ফোনে জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ ব্যবহার করা যাবে না।

জানা যাচ্ছে, আইওএস ৮ অথবা পুরোনো অপারেটিং সিস্টেমের আইফোনে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি থেকে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হবে। এ ছাড়া অ্যান্ড্রয়েড ২.৩.৭ অথবা তার চেয়ে পুরোনো সংস্করণের ফোনে চলবে না হোয়াটসঅ্যাপ। ইতিমধ্যে পুরোনো অপারেটিং সিস্টেম ব্যবহারকারী গ্রাহকদের জন্য নতুন অ্যাকাউন্ট তৈরি করেছে হোয়াটসঅ্যাপ। এতে পুরোনো ফোনে হোয়াটসঅ্যাপ মুছে গেলে আর লগ ইন করার সুবিধা থাকছে না।

হোয়াটসঅ্যাপ কিছুদিন আগে আইওএস ডিভাইসের জন্য কল ওয়েটিং অপশন ফিচার নিয়ে এসেছিল। এবার অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য একই ফিচার নিয়ে এসেছে জনপ্রিয় মেসেজিং অ্যাপটি। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপে একটি কলে কথা বলতে বলতেই ধরা যাবে অন্য কল।

কল ওয়েটিং অপশন চালু করলেও কল হোল্ড অথবা কল মার্জের মতো ফিচারগুলো এখনো আনেনি হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড ডিভাইসে প্লে স্টোর থেকে নতুন ভার্সন ডাউনলোড করা যাচ্ছে। কয়েক সপ্তাহ আগেই আইওএস গ্রাহকদের জন্য কল ওয়েটিং ফিচার আনে হোয়াটসঅ্যাপ। এবার অ্যান্ড্রয়েড গ্রাহকেরাও এখন থেকে সেই সুবিধা পাবেন।