মাটিরাঙ্গা থেকে মো. আবুল হাসেম: চোখে না দেখলে ধারণাও করা যাবে না যে মাটিরাঙ্গার হোটেল-রেঁস্তোরাগুলোর অবস্থা কি? মানুষকে কি খাওয়াচ্ছে? মাছি ভনভন করছে বিরিয়ানির দোকানে, পরিচ্ছন্নতার কোন বালাই নেই। পচা বাসি খাবার পরিবেশন করা হচ্ছে। এভাবে চলে আসছে দিনের পর দিন, মাসের পর। মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত অভিযানে গিয়ে এমন অস্বাস্থ্যকর অবস্থা দেখে হতবাক।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ তৃলা দেবের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সালে ৫৩ ধারায় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে পঁচা বাসি খাবার পরিবেশন একইসাথে মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার দায়ে মাটিরাঙ্গা বাজারে অবস্থিত হাজি হোটেলকে ৮ হাজার টাকা, বিআরটিসি হোটেলকে ১০ হাজার টাকা এবং ফারুক হোটেলকে ১০ হাজার টাকা করে মোট ২৮হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে এমন অপরাধ না করতে সতর্ক করে দেয়া হয়। মিজ তৃলা দেব বলেন, মাটিরাঙ্গার হোটেলগুলোতে অতিরিক্ত দাম রাখা এবং অপরিছন্নভাবে খাবার তৈরি করার অভিযোগের প্রেক্ষিতে এ আদালত পরিচালনা করা হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।