Home Third Lead মাত্র ৯ মাসে ১ লাখ টাকা হয়েছে ২ কোটি টাকা

মাত্র ৯ মাসে ১ লাখ টাকা হয়েছে ২ কোটি টাকা

৪ টাকার শেয়ার বেড়ে দাঁড়িয়েছে ৯৬৫ টাকাতে

সেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড । এটি তার বিনিয়োগকারীদের ৯ মাসের মধ্যে রিটার্ন দিয়েছে ১৯ হাজার শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ার ৯ মাসের মধ্যে ৪.৯৫ টাকা থেকে বেড়ে গিয়েছে ৯৬৫.১৫ থাকা। গত ৪ জুলাই দামটি ৯৬৫.১৫ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

দিল্লি: Stock Market এমন এক জায়গা যেখানে কেউ নিজের জমানো সমস্ত অর্থ খুইয়ে সর্বশান্ত হয়। আবারও কেউ জিরো থেকে হিরো হয়ে উঠার অনুপ্রেরণা তৈরি করে। বর্তমানে অনেকে শেয়ার মার্কেটকে কেরিয়ার হিসেবেও বাছাই করতে শুরু করেছে। মার্কেটে বেশিরভাগ শেয়ার এমন থাকে যা রিটার্ন দেওয়ার মুডে থাকে না। আবার এমন কিছু পেনিস স্টক যা লোকজনকে কোটিপতি অবধি বানিয়েছে। আজ এরম এক স্টকের কথা বলবো, যেটি বিনিয়োগকারীরা গত ১ বছরে মাল্টিব্যাগার পেনি স্টক (Penny Stock) রিটার্ন পেয়েছেন। এই ১ বছরের মধ্যেই মাল্টিব্যাগার স্টকগুলির মধ্যেই পেনি স্টক গুলি এসেছে। তবে প্রতিটি শেয়ারে প্রচুর পরিমাণে লাভ হয়েছে, যা সত্যি রেকর্ড করার মত। আজ এরম এক লাভদায়ক মাল্টিব্যাগার শেয়ারের কথা বলবো।

stock market update news

শেয়ারটির দাম ৯ মাসের মধ্যে ৪.৫৯ টাকা থেকে বেড়ে ৯৬৫.১৫ টাকা হয়েছে

এই স্টকটির নাম হলো সেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড । এটি তার বিনিয়োগকারীদের ৯ মাসের মধ্যে রিটার্ন দিয়েছে ১৯ হাজার শতাংশ। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই কোম্পানির শেয়ার ৯ মাসের মধ্যে ৪.৯৫ টাকা থেকে বেড়ে গিয়েছে ৯৬৫.১৫ থাকা। গত ৪ জুলাই দামটি ৯৬৫.১৫ টাকায় গিয়ে দাঁড়িয়েছে।

কোম্পানির স্টক থেকেও রিটার্ন পাওয়া গিয়েছে ১৯,৩৯৭.৯৮ শতাংশ। ২০২২ সালে YTD টাইমিং অনুসারে, ৪৪.৪০ টাকার শেয়ারটির সমাপ্তি মূল্য দাড়িয়েছে ৯৬৫.১৫ টাকা। রিটার্ন দিয়েছে এই কোম্পানি ২,০৭৩.৭৬ শতাংশ। শেয়ারের দরপতনও হয়েছে। গত ১ মাসের মধ্যে কোম্পানির শেয়ারটি কমেছে ৫.৮৭ শতাংশ।

sel manufacturing company ltd

বিনিয়োগকরীদের রিটার্ন

সেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড শেয়ার যদি কোন ব্যক্তি ৯ মাস আগে ৪.৯৫ টাকায় বিনিয়োগ করেন ১ লক্ষ টাকা, সেই ব্যক্তি রিটার্ন পাবে ২ কোটি টাকারও বেশি। যদি কোন ব্যক্তি এই বছরে ৪৪.৪০ টাকা হারে বিনিয়োগ করে ১ লক্ষ টাকা, তাহলে সেই টাকা বেড়ে দাঁড়াবে ২১.৭৩ লক্ষ টাকা।

(ডিসক্লেইমর – এখানে শুধুমাত্র স্টকের পারফরম্যান্স দেওয়া হয়েছে। এটি কিন্তু কোন পরামর্শ নয় বিনিয়োগের। তাই স্টক মার্কেটে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করার আগে অবশ্যই উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করে নেবেন।)

সূত্র: celebhub