Home সারাদেশ কবরস্থান থেকে ৫ কঙ্কালের মাথার খুলি উধাও

কবরস্থান থেকে ৫ কঙ্কালের মাথার খুলি উধাও

বিজনসটুডে২৪ প্রতিনিধি, মুন্সীগঞ্জ: শবে বরাত উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি কবরস্থান পরিস্কার করতে গিয়ে স্থানীয়রা ৫ টি কঙ্কালের মাথার খুলি উধাও হয়েছে বলে দেখতে পেয়েছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উপজেলার পূর্ব বেঁজগাঁও কবরস্থানে গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতের যে কোন সময় খুলি চুরির এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।কবরগুলো উপজেলার কয়েকজন মৃত বাসিন্দার। তারা হলেন- ফরমান শেখের ছেলে মো. আব্দুল সামাদ শেখ, মোসা. ওহাবের মেয়ে সায়মা সুলতানা মিতু, বেজাগাও গ্রামের শেখ হেলালের শেখ আজমল, বাসাইলভোগ গ্রামের রফিক চৌধুরীর মেয়ে মোসা. হাসিনা বেগম ও অজ্ঞতাপরিচয় একটি লাশের আংশিক কঙ্কাল চুরি হয়।

পূর্ব বেঁজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন জানান, সাধারণত পবিত্র শবে বরাতের রাতে মুসল্লিরা কবরস্থান জিয়ারত করতে যান। তাই আজ সকাল ৯টার দিকে পূর্ব বেঁজগাঁও কবরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন করতে যান মুসল্লিরা। এ সময় তারা পৃথক ৫টি কবর খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান। পরে মুসল্লিকে খবর দেন।

জেলার শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান জানান, ওই কবরস্থানের সভাপতির কাছ থেকে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় সেখানে ৫ টি কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে। ওই কবর গুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে কবর থেকে খুলি গুলো চুরি করা হয়েছে।

মেডিকেল কলেজ ছাত্রদের পেশাগত শিক্ষার প্রয়োজন ও তান্ত্রিক এবং জাদুকরদের কালো জাদুর কাজে অনেক সময় মানুষের কঙ্কাল প্রয়োজন হওয়ায় এবং এর বাজারমূল্য অত্যাধিক হওয়ায় একটি চক্র সক্রিয়ভাবে লোক চক্ষুর অন্তরালে কবরস্থান থেকে কঙ্কাল ও এর অংশবিশেষ চুরি করতে পারে। এই ঘটনায় স্থানীয় এক বাসিন্দা বলেন, এতে তারা সকলেই খুব আতঙ্কিত ও উদ্বিগ্ন। এই চুরির পেছনে কারা রয়েছে বা তাদের উদ্দেশ্য কী তা কেউই জানে না।