বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মাদারীপুর: ৩২ বছর ধরে কুয়েত প্রবাসী মো. লিটন সরদার শনিবার (১১ জানুয়ারি) হেলিকপ্টারে চড়িয়ে দু’ছেলেকে বিয়ে করালেন। বিয়েকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে এলাকায়। হেলিকপ্টারে বরযাত্রা দেখতে আশপাশের এলাকা থেকে শত শত মানুষ ভিড় জমায়। এমন বিয়ের আয়োজন দেখে এলাকার মানুষ যেমন আনন্দিত, তেমনি কনেপক্ষও গর্বিত।
লিটন সরদারের বাড়ি কালকিনি উপজেলায়। বড় ছেলে মো. রায়হান এবং মেঝ ছেলে আবদুল্লাহ। রায়হানের সাথে কালাইসরদারের চরের মহুয়া আকতারের এবং বাঁশবাড়ি ইউনিয়নের কানুরগাঁও গ্রামের ইসরাত রশীদ মিম-এর বিয়ে হয়েছে।
লিটন সরদার জানালেন, তিন ছেলের মাঝে দুইজন কাছাকাছি বয়সের হওয়ায় শখ ছিল ছেলেরা বড় হলে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করাবেন। অবশেষে নিজেদের শখ পূরণ করতে পেরে তারা খুবই আনন্দিত।
বড় ছেলে রায়হান স্টাম্পফোর্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং মেঝ ছেলে আবদুল্লাহ মাদারীপুর সরকারি কলেজে পড়াশোনা করছেন। পুত্রবধূ মহুয়া আক্তার কালকিনি সৈয়দ আবুল হোসেন কলেজের শিক্ষার্থী এবং ইসরাত রশীদ মিম মাদারীপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে অধ্যয়নরত।