Home খেলাধুলা মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন

মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন

বিজনেসটুডে২৪ ডেস্ক:

আলিয়াঞ্জ অ্যারেনায় গতকাল বুধবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে বায়ার্ন।

দলের পক্ষে জোড়া গোল করেছেন কিংসলে কোম্যান। একটি করে করেছেন লেয়ন গোরেটস্কা ও কোরোঁতাঁ তোলিসো।

দুই অর্ধে দুটি করে গোল করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জয় দিয়ে চ্যাম্পিয়নের মতোই ২০২০-২১ মৌসুম শুরু করল জার্মানির ক্লাবটি।

এদিন ম্যাচের ২৮ মিনিটে প্রথম গোলের দেখা পায় বায়ার্ন। ডান দিক থেকে জশুয়া কিমিচের বাড়ানো বল ধরে জাল খুঁজে নেন কোম্যান।

বিরতির আগে ব্যবধান দ্বিগুণ করেন জার্মান মিডফিল্ডার গোরেটস্কা। অবশ্য এই গোলেও অবদান ছিল কোম্যানের। ডি-বক্সের মধ্যে গোরেটস্কাকে বল বাড়ান কোম্যান। বল পেয়ে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন জার্মান মিডফিল্ডার।

৬৪ মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পায় অ্যাথলেটিকো। কিন্তু সহজ সুযোগ হাতছাড়া করেন ইয়ানিক কারাসকো। উল্টো বল বের করে নিয়ে সাত মিনিটের ব্যবধানে আরো দুই গোল আদায় করে নেয় বায়ার্ন।

৬৬ মিনিটে প্রায় ২৮ গজ দূর থেকে বুলেট গতির শটে বল জালে পাঠান কোরোঁতাঁ তোলিসো। ৭২তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন দ্বিতীয় গোল পাওয়া কোম্যান। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন মিউনিখ।