বিজনেসটুডে২৪ ডেস্ক
বলিউডের প্রথম সারির নায়িকা মাধুরী দীক্ষিত। কেরিয়ারে থাকাকালীন অনেক রকম চরিত্রেই অভিনয় করেছেন তিনি। বলা চলে, ’৯০-এর দশকের বলিউডে তাঁর রাজত্ব ছিল ভরপুর। নাচে এবং অভিনয়ে এই নায়িকার কোনও জবাব নেই। সেই সময় ছক ভেঙে অভিনয় করতে গিয়ে অজস্রবার বিপাকেও পড়েছিলেন তিনি। কিন্তু এখন একবিংশ শতক। তাই এখন সমাজ কেবল বদলেছে, আগের তুলনায় ছক ভাঙা অভিনয়ও খানিকটা সহজ হয়ে গিয়েছে।
সেই কারণেই এবার গণ্ডি থেকে বেরোলেন নায়িকা মাধুরী দীক্ষিত। এবার তিনি অভিনয় করতে চলেছেন সমকামী চরিত্রে, ইতিমধ্যেই এই চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন নায়িকা। ছবির নাম, ‘মাজা মা’। পরিচালক, আনন্দ তিওয়ারি। যদিও এখনও পর্যন্ত মাধুরীর চরিত্র সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। কেবল ছবির পোস্টার শেয়ার করেছেন কলাকুশলীরা। এই ছবিটিও মুক্তি পাবে অ্যামাজন প্রাইমে। এর আগে নায়িকাকে জাতির সর্দারনী চরিত্রেও দেখা গিয়েছিল। ছবিতে মাধুরী ছাড়াও থাকবেন গজরাজ রাও, ঋত্বিক ভৌমিক, বরখা সিংহ, সৃষ্টি শ্রীবাস্তব, মালহর ঠাকর, শীবা চড্ডা প্রমুখ অভিনেতা। সূত্রের খবর, এই ছবিতে সমকামিতাকে খুবই সংবেদনশীলতার সঙ্গে ফুটিয়ে তোলা হবে।