নয়ন দাস, কুড়িগ্ৰাম: রবিবার (২৩ মার্চ) কুড়িগ্রাম-চিলমারী সড়কের বড় মসজিদ মোড়ে, মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ উপজেলা শাখার আয়োজনে, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প (৮ম পর্যায়) পাসসহ ৫ দফা দাবিতে উপজেলার সকল মউশিক শিক্ষক-শিক্ষিকাবৃন্দ মাববন্ধন কর্মসূচী পালন করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে।
এসময় বক্তব্য রাখেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওঃ মোঃ আমিনুল ইসলাম, মাওলানা মোঃ আহসান হাবীব সাধারণ সম্পাদক, মাওলানা জুবায়ের আহমেদ জুবায়ের , কোষাধ্যক্ষ , মাওঃ মোঃ রফিকুল ইসলাম, সদস্য মাওঃ মোঃ মাইনুল ইসলাম শিক্ষক মাওঃ মোঃ আদুজ্জামান ফিল্ড সুপারভাইজার প্রমুখ,
এ সময় বক্তারা ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়ে) প্রকল্প পবিত্র মাহে রমজানের মধ্যে পাস করে সকল শিক্ষক-শিক্ষিকা, সাধারণ কেয়ারটেকার, মডেল কেয়ারটেকার, ফিল্ড সুপার ভাইজারসহ সকল জনবলের বেতন ঈদুল ফিতরের পূর্বে প্রদানসহ ৫ দফা দাবি আদায় বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।