Home চট্টগ্রাম মানুষের ওপর ট্যাক্স বাড়িয়ে আয় নয়- সুজন

মানুষের ওপর ট্যাক্স বাড়িয়ে আয় নয়- সুজন

সারচার্জ আইন করে নির্ধারণ করতে হবে

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বিদায়ী সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, সিটি কর্পোরেশনের আয় বাড়াতে হবে। কিন্তু মানুষের ওপর ট্যাক্স চাপিয়ে আয় বাড়ানো যাবে না। শহরকে যারা ব্যবহার করছে, তাদের সারচার্জ আইন করে নির্ধারণ করতে হবে। নগরবাসী মাত্র ২০ শতাংশ নগরীকে ব্যবহার করে। যে ট্যাক্স একজন সাধারণ নাগরিক দেবে, তা বন্দর দিলে হবে না। ৩০ হাজার ট্রাক নগরীতে ঢোকে প্রতিদিন। তাদের ট্যাক্সের আওতায় আনতে হবে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সবার পরামর্শ নিয়ে যোগদানের এ উদ্যোগ সবাই মনে রাখবে। এ বি এম মহিউদ্দিন চৌধুরীও এভাবেই পরামর্শ নিতেন। মাননীয় মেয়র রেজাউল করিম চৌধুরী  দীর্ঘদিন রাজনীতি করেছেন, উনি অবশ্যই সফল হবেন।