Home সারাদেশ মান্দায় নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস

মান্দায় নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস

মান্দা (নওগাঁ ) থেকে আকতারুজ্জামান নাঈম:  মান্দায় নানা আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে।
আজ শনিবার (২৬ মার্চ) দিবসটি উদযাপন উপলক্ষে  শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, চিত্রাঙ্কন, রচনা ও সঙ্গীত প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গণে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্ববশাসিত, বেসরকারি ও বাণিজ্যিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
ভোর ৬টায়  শহীদ মিনারে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মান্দা উপজেলা প্রেস ক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আবু বাক্কার সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আফছার আলী মন্ডল, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান, উপজেলা রিসোর্স ইনস্ট্রাক্টর কায়সার হাবিব, উপজেলা বিআরডিবি কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা প্রকৌশলী শাইদুর রহমান মিঞা, বিএমডি’র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
এদিকে, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি যথাযথভাবে উদযাপন করা হয়।
অপরদিকে, উপজেলা বিএনপি সকালে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে।