Home Second Lead আর্জেন্টিনার জয়, ব্রাজিলের টানা তৃতীয় হার

আর্জেন্টিনার জয়, ব্রাজিলের টানা তৃতীয় হার

বিজনেসটুডে২৪ ডেস্ক

হারের বৃত্ত থেকে বের হতে পারল না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হারল ব্রাজিল। টানা দুই হারের ক্ষত নিয়ে ব্রাজিল মারকানায় পা রেখেছিল আর্জেন্টিনার বিপক্ষে। ৬৩ মিনিটে জিওভানি লো সেলসোর কর্নার থেকে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল করেন নিকোলাস ওতামেন্ডি। এতেই  নির্ধারিত হয় ব্রাজিলের টানা তৃতীয় হার।

মারাকানা স্টেডিয়ামে ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ ছিল ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যে। কিন্তু খেলা শুরুর আগেই সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকেরা। এর পরেই সতীর্থদের নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যান মেসি। ফলে ৩০ মিনিটের জন্য স্থগিত হয়ে যায় ম্যাচ।

দক্ষিণ আমেরিকান ফুটবলের দুই শক্তিশালী দেশের মধ্যে বহু প্রত্যাশিত ম্যাচটি মারাকানা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ছয়টায় শুরু হওয়ার কথা ছিল। ব্রাজিল এবং আর্জেন্টিনার ফুটবলাররা নিজের নিজের দেশের জাতীয় সঙ্গীত গাইতে লাইনে দাঁড়িয়েছিলেন। সেই সময়ই স্টেডিয়ামের গ্যালারিতে থাকা দু’দেশের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। একে অপরের দিকে বিভিন্ন জিনিসপত্র ছুড়ে মারতে শুরু করেন। যা দেখে হতবাক হয়ে যান দু’দেশের ফুটবলাররাই।

রণে ভঙ্গ দিতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। স্থানীয় পুলিশ মাঠের এক প্রান্তে থাকা আর্জেন্টিনার সমর্থকদের লাঠিপেটা করতে শুরু করে। দু’দলেরই বহু সমর্থক আহত হন। সেই ছবিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে টানা চার জয়ের পর সবশেষ ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হেরেছিল আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়ে জয়ে ফেরা লিওনেল স্কালোনির দল ছয় ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান মজবুত করল।