Home কলকাতা মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব

মারা গেছেন চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব

বিজনেসটুডে২৪ ডেস্ক

প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত মারা গেছেন। বৃহস্পতিবার (১০ জুন) ভোর ৬টা নাগাদ দক্ষিণ কলকাতায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। তাঁর মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে এক সোনালী অধ্যায়ের অবসান হল।

পরিবার সূত্রে খবর, বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন দীর্ঘদিন। কিডনির সমস্যা ছিল তাঁর। ডায়ালিসিস চলছিল। বুধবারও ডায়ালিসিস হয়। এদিন আরও এক দফা ডায়ালিসিস হওয়ার কথা ছিল। ভোরবেলা তাঁর স্ত্রী ডাকতে গিয়ে দেখেন সাড়া দিচ্ছেন না বুদ্ধদেববাবু। পরে ডাক্তার এসে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বিশিষ্ট চলচ্চিত্র পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

১৯৪৪ সালে পুরুলিয়ার আনারা গ্রামে জন্ম। বাবা ছিলেন রেলের ডাক্তার। ছোটবেলা কেটেছে পুরুলিয়াতেই। বারো বছর বয়সে কলকাতায় আসেন। স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। অর্থনীতির অধ্যাপক হিসেবেই তাঁর কর্মজীবন শুরু হয়। চলচ্চিত্র জগতে প্রথম পা রাখেন ১৯৬৮ সালে। তাঁর তৈরি ১০ মিনিটের ডকুমেন্টারি ‘দ্য কন্টিনেন্ট অব লাভ’ বেশ জনপ্রিয় হয়। ১৯৭৮ সালে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ফিচার ফিল্ম তৈরি করেন যার নাম ‘দূরত্ব’।

National award-winning film director Buddhadeb Dasgupta dies at 77 |  Celebrities News – India TV

চলচ্চিত্র জগতে শুধু নয় সাহিত্যজগতেও নাম ছিল বুদ্ধদেব দাশগুপ্তের। তাঁর বিখ্যাত সিনেমাগুলির মধ্যে রয়েছে ‘বাঘ বাহাদুর’, ‘তাহাদের কথা’, ‘চরাচর’ ও ‘উত্তরা’।  শ্রেষ্ঠ পাঁচটি সিনেমা বাঘ বাহাদুর (১৯৮৯), চরাচর (১৯৯৩), লাল দরজা (১৯৯৭), মন্দ মেয়ের উপাখ্যান (২০০২), কালপুরুষ (২০০৮), দূরত্ব (১৯৭৮)-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। ‘তাহাদের কথা’ বাংলায় সেরা ফিচার ফিল্মের সম্মান পেয়েছিল, এই সিনেমার জন্য জাতীয় পুরস্কারও পেয়েছিলেন পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত।

Veteran filmmaker Buddhadeb Dasgupta tells us why he made Anwar Ka Ajab  Kissa

তাঁর একাধিক কবিতাও স্বীকৃতি পেয়েছে। তাঁর শ্রেষ্ঠ রচনাগুলির মধ্যে রয়েছে ‘গভীর আড়ালে’, ‘কফিন কিম্বা সুটকেস’,  ‘ছাতা কাহিনি’, ‘রোবটের গান’, ‘শ্রেষ্ঠ কবিতা’, ‘ভোম্বোলের আশ্চর্য কাহিনি  ও অন্যান্য কবিতা’ ইত্যাদি।

জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পুরস্কার পেয়েছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেযেছিলেন তিনি। এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।