Home First Lead লাখো মানুষের স্লোগানে স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

লাখো মানুষের স্লোগানে স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’-এর ব্যানারে  ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে শনিবার সকাল থেকে ছোট ছোট মিছিল, মোটরসাইকেল শোভাযাত্রা ও গণপরিবহনে চড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হচ্ছেন লাখো মানুষ।  যে দিকে চোখ যায় মানুষের ঢল। দলে দলে এগিয়ে যাচ্ছে নানা বয়সী মানুষ। তাদের সবার গন্তব্য ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যানের গেট দিয়ে প্রবেশ করছে বিভিন্ন জায়গা থেকে আগতরা। ‘ফিলিস্তিন, জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’- এমন স্লোগানে স্লোগানে হাজারও মানুষের স্রোত গিয়ে মিশছে উদ্যানের ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির গণজমায়েতে।

ছবি সংগৃহীত

পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হলো ‘মার্চ ফর গাজা’ গ্রোগ্রামের আজকের বিশেষ আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন বিশিষ্ট ক্বারী আহমাদ বিন ইউসুফ আল আজহারী। শনিবার (১২ এপ্রিল) বেলা সোয়া ৩টায় সোহরাওয়ার্দী উদ্যোনে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট আয়োজিত এই অনুষ্ঠানটি শুরু হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মুফতি সাইফুল ইসলাম। গাজায় চলমান বর্বরোচিত ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক জনমত গঠনের পাশাপাশি মানবিক সহানুভূতি জাগ্রত করা ও ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে এই সমাবেশের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। এটি ঢাকার রাস্তায় ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় জনসমাবেশ হতে যাচ্ছে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন আয়োজক ও সংশ্লিষ্টরা।

সকাল থেকেই ফিলিস্তিনের পতাকা ও প্রতিবাদী ব্যানার হাতে এসে জনতা কানায় কানায় পূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। অনেকে জায়গা না অবস্থান নিয়েছেন পেয়ে রাস্তায়। রাজধানীর কাওরান বাজারে দেখা যায়, সকাল ১০টা থেকে ট্রাক ও পিকআপে করে সোহরাওয়ার্দী উদ্যানে দিকে যাচ্ছে হাজারো মানুষ। বহু মানুষ উদ্যানে যান মিছিল নিয়েও। এ সময় বেশিরভাগ মানুষের হাতে দেখা গেছে ফিলিস্তিনের পতাকা আর ‘লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ লেখা কাপড়। এছাড়া তাদের স্লোগান দিতে দেখা যায়, ‘ফিলিস্তিন, জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’। একই পরিস্থিতি বাংলামটর ও শাহাবাগ এলাকায়।

ছবি সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানের ঠিক পশ্চিম-পূর্ব পাশে তৈরি করা হয়েছে খোলা মঞ্চ। এর সামনে লাল কার্পেট বিছানো হয়েছে। সেখানে শতাধিক চেয়ারের ব্যবস্থা করা হয়েছে অতিথিদের বসার জন্য। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত সোহরাওয়ার্দী উদ্যান। ‘ফিলিস্তিন, জিন্দাবাদ’, ‘ইসরায়েল নিপাত যাক’ ইত্যাদি স্লোগান দিচ্ছেন সমাবেশে অংশগ্রহণকারীরা।

সংগৃহীত ছবি

শাহবাগ ও আশপাশ দিয়ে হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছে মানুষ। টিএসসি এলাকা লোকে লোকারণ্য। তাদের হাতে নানা প্ল্যাকার্ড রয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে বাংলামোটর এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।