Home আকাশপথ মালদ্বীপ ভ্রমণকারী পাবেন কোভিড-টিকা

মালদ্বীপ ভ্রমণকারী পাবেন কোভিড-টিকা

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

মালদ্বীপের ‘থ্রি ভি’ পর্যটন পরিকল্পনা অনুযায়ী দেশটিতে বেড়াতে আসা পর্যটকদের ‘ভিজিট, ভ্যাকসিনেট এবং ভ্যাকেশন’-এর সুযোগ দেওয়া হবে

মালদ্বীপে বেড়াতে যাওয়া পর্যটকদের করোনাভাইরাস ভ্যাকসিনের দু’টি ডোজই দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এর ফলে মহামারিতে বিপর্যস্ত দেশটির পর্যটন শিল্প পুনরায় সচল উঠবে বলে আশা করছে তারা।

সংবাদমাধ্যম সিএনএন’র প্রতিবেদনে উল্লেখ করা হয়, দেশটির পর্যটন মন্ত্রী ড. আবদুল্লা মৌসুম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, মালদ্বীপ একটি ‘থ্রি ভি’ পর্যটন পরিকল্পনা তৈরি করছে, যার মাধ্যমে দেশটিতে আসা পর্যটকদের ‘ভিজিট, ভ্যাকসিনেট এবং ভ্যাকেশন’এর সুযোগ দেওয়া হবে।

তবে যারা ‘ভ্যাক্সিকেশন’ ধাপটির জন্য নিবন্ধন করবেন তাদের টিকার দু’টি ডোজ গ্রহণের জন্য কয়েক সপ্তাহ মালদ্বীপে অবস্থান করতে হবে। অবশ্য ভ্যাকসিনের ডোজগুলো বিনামূল্যে হবে কিনা তা এখনও পরিষ্কার করেনি কর্তৃপক্ষ।

তারা আরও জানিয়েছে, মালদ্বীপের সাড়ে পাঁচ লাখ অভিবাসীর টিকার ডোজ সম্পন্ন করা হলেই “থ্রি ভি” পরিকল্পনাটি কার্যকর করা হবে।

ড. আবদুল্লা মৌসুম বলেন, পর্যটন খাতকে আবারও সচল করার পিছনে মূল অসুবিধা নিরাপদ পর্যটন ব্যবস্থা সরবরাহ করা।
তিনি নিশ্চিত করেন যে, ইতোমধ্যে মালদ্বীপের জনসংখ্যার ৫৩ শতাংশ ও পর্যটন কর্মীদের ৯১ শতাংশের ভ্যাকসিন গ্রহণ সম্পন্ন হয়েছে।

তার মতে, দেশটি এ পর্যন্ত ভারত ও চীনের পাশাপাশি বিশ্বস্বাস্থ্য সংস্থার কোভাক্স প্রকল্পের ভ্যাকসিন অনুদান পেয়েছে। বর্তমানে সিঙ্গাপুর থেকেও ভ্যাকসিন আসার অপেক্ষায় রয়েছে। তাই তিনি মনে করছেন, ভ্যাকসিন সরবরাহের সমস্যা তাদের হবে না।