Home কলকাতা অধ্যাপিকাকে ক্লাসরুমেই সিঁদুর পরিয়ে ছাত্রের বিয়ে

অধ্যাপিকাকে ক্লাসরুমেই সিঁদুর পরিয়ে ছাত্রের বিয়ে

মালাবদল। ভাইরাল ভিডিও

কলকাতা: ক্লাসরুমে দাঁড়িয়ে বিভাগীয় প্রধানের সিঁথিতে সিঁদুর পরিয়ে, মালা বদল করে বিয়ে সারলেন প্রথম বর্ষের ছাত্র। এ ঘটনা নদীয়ার হরিণঘাটার মওলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি বা ম্যাকাউট-এর । ঘটনায় শোরগোল পড়েছে সবখানে।

ওই অধ্যাপিকা ও প্রথম বর্ষের ছাত্রের বেশ কয়েকটি ছবি, ভিডিয়ও  সামনে আসে। সেখানে অধ্যাপিকা একেবারে কনের সাজে। ঝলমলে শাড়ি, হাতে শাঁখা, কপালে টিকলি, পান পাতা নিয়ে দাঁড়িয়ে তিনি। ছাত্রের পরনে জিনস, হুডি। তবে তাঁরও গলায় রজনীগন্ধার মালা।

আরও বেশ কয়েকজনের উপস্থিতি ভিডিওতে দেখা গিয়েছে। ওই ছাত্র অধ্যাপিকাকে সিঁদুর পরিয়ে দেন, হাঁটু মুড়ে বসে এগিয়ে দেন গোলাপও। ক্লাসরুমের ভিতরে এই ধরনের ঘটনা সামনে আসতেই হইচই পড়ে যায়।