Home Third Lead মালালা গ্র্যাজুয়েট হলেন অক্সফোর্ড থেকে

মালালা গ্র্যাজুয়েট হলেন অক্সফোর্ড থেকে

মালালা

বিজনেসটুডে২৪ ডেস্ক

গতবছরই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হয়েছিলেন মালালা ইউসুফজাই। কিন্তু কনিষ্ঠতম নোবেলজয়ীর মাথায় স্নাতকের সম্মান ওঠেনি তখন। কোভিড পরিস্থিতির কারণে অনুষ্ঠান স্থগিত ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হল। স্নাতকের সম্মান মাথায় নিয়ে উজ্জ্বল হলেন মালালা।

লেখাপড়া শেখার জেদই এই জায়গায় এনে দিয়েছে মালালাকে। পাকিস্তানের এই তরুণী বরাবর মেয়েদের পড়াশোনার অধিকার নিয়ে কথা বলে এসেছেন। এ জন্যেই বারো বছর বয়সে তাঁকে গুলি খেতে হয়েছিল। তারপরেই লন্ডনে পাড়ি দেন মালালা। সপরিবারে সেখানেই থাকেন। সম্প্রতি বিয়েও সেরে ফেলেছেন তিনি। পাকিস্তানের আসসার মালিকের সঙ্গে গাটছড়া বেঁধেছেন তিনি।

কনিষ্ঠতম হিসেবে মালালা ইউসুফজাইয়ের হাতে নোবেল শান্তি পুরস্কার ওঠে মাত্র ১৭ বছর বয়সে। গতবছর জুন মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে মালালা দর্শন, রাজনীতি এবং অর্থনীতিতে স্নাতক পাশ করেছেন। এতদিনে তার অনুষ্ঠান আয়োজন করা হল। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডিগ্রি দিয়ে সম্মানিত করলেন মালালাকে।