বিজনেসটুডে২৪ ডেস্ক
মালয়েশিয়ায় তিনজন ইন্ডিয়ান মালয়েশিয়ান ডাকাতির উদ্দ্যশ্যে পুলিশ পরিচয়ে বাংলাদেশিদের ঘরে ঢুকে ডাকাতির সময় এলোপাতাড়ি ছুরিকাঘাতে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয়।
আহতদের মধ্যে রাকিবুল ইসলামের (২৭) অবস্থা আশংকাজনক। তাকে কুয়ালালামপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া মোহাম্মদ বাদশা বিশ্বাস (৩৭), ফয়সাল (২৮), রফিকুল ইসলাম (৩৫), আতিকুর রহমানকে (২৮) প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।
ভুক্তভোগীদের দাবি, শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১ টার দিকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হাংতুয়ার ৪০ সি লরং মেরান্তি, জালান কেনেংগার তৃতীয় তলার একটি বাসায় হুট করে তিনজন ইন্ডিয়ান মালয়েশিয়ান ডাকাতির উদ্দ্যশ্যে ভিতরে প্রবেশ করে।
এ সময় তারা নিজেদের পুলিশ পরিচয় দেয় এবং রুমের ভিতরে থাকা ৫/৬ জন বাংলাদেশির কাছে থাকা মোবাইল ছিনেয়ে নিয়ে কয়েকজনের হাত, মুখ টেপ দিয়ে বেধে ফেলে।
পরে ডাকাতরা তাদের কাছে থাকা ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে বাংলাদেশিদের। এ সময় বাংলাদেশিরা চিৎকার করতে থাকলে নিচে থাকা স্থানীয় মালয়েশিয়ান নাগরিকরা এগিয়ে আসে। পরে স্থানীয় মালয়েশিয়ান নাগরিক ও পুলিশের সহয়তায় আহতদের উদ্ধার করে কুয়ালালামপুর হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।
ডাকাত দলের দুই সদস্যকে এরই মধ্যে আটক করা হয়েছে। এ ব্যাপারে জালান বান্ডার এইচ এস লী থানায় (বালাই) একটি মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিতি নূরদায়ূ বিনতে ইয়াকুব জানান, ডাকাত দলের দুই সদস্যকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। অন্য ডাকাতকে গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় ওই এলাকায় থাকা বাংলাদেশিদের মাঝে আতংক বিরাজ করছে।