Home রেমিটেন্স যোদ্ধাদের খবর মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে অভিবাসী দিবস পালিত

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে অভিবাসী দিবস পালিত

মালয়েশিয়া: বাংলাদেশ হাইকমিশন কর্তৃক আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) কাউন্সেলর শ্রম ২য় মো: হেদায়েতুল ইসলাম মন্ডল এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভার সভাপতিত্ব করেন, হাইকমিশনার মহ. শহীদুল ইসলাম।

অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারী এবং প্রবাসী বাংলাদেশী অভিবাসীরা অংশগ্রহন করেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স এডভাইজার কমোডর মুশতাক আহমেদ, প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ডেপুটি হাইকমিশনার ওয়াহিদা আহমেদ, পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন শ্রম কাউন্সেলর মোহাম্মদ জহিরুল ইসলাম, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) মোঃ মশিউর রহমান তালুকদার, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিবের বানী পাঠ করেন প্রথম সচিব (কনস্যুলার) মোহাম্মদ মাসুদ হোসেন।

 হাইকমিশনার সমবেত প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, আপনারা পরিবার পরিজন রেখে এই প্রবাসে কাজ করছেন। আপনাদের সুযোগ সুবিধা নিশ্চিত করা, অসুবিধা ও সমস্যাএ সমাধান করার জন্য হাইকমিশন কাজ করছে। সরকার প্রবাসীদের জন্য আলাদা সার্ভিস ভবন দিয়েছে, হাইকমিশন থেকে গিয়ে মোবাইল টিমের মাধ্যমে পেনাং ও জহুর বারু, ক্যামেরুন হাইল্যান্ড ও ক্লাং এ সেবা দিচ্ছে। সরকার প্রবাসীদের কল্যাণ করছে, প্রবাসীর পরিবারের জন্যও কল্যাণ এর ব্যবস্থা করেছে। জমি সম্পদ বিক্রি না করে ব্যাংক থেকে লোন নিয়ে বিদেশে যাবার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করেছে। দেশে ফিরে গিয়ে এই ব্যাংক থেকে লোন নিয়ে নিজেই ব্যবসা করতে পারবেন।

তিনি বৈধ পথে দেশে অর্থ প্রেরণের জন্য আহবান জানিয়ে বলেন, বৈধ পথে অর্থ পাঠানোর জন্য সরকার ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে। তিনি সরাসরি দূতাবাস থেকে সেবা গ্রহোণ এবং যে কোন প্রয়োজনে সরাসরি দূতাবাসে ফোনে, হোয়াটস অ্যাপ , ফেসবুক ম্যাসেঞ্জার ইত্যাদির মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেন।

পাশপাশি দেশের ভাবমূর্তি উজ্জল করার জন্য নিয়ম মেনে কাজ করার অনুরোধ জানিয়ে বলেন, দেশের সম্মান বৃদ্ধি পেলে আমরা প্রবাসে সম্মানের সাথে ভাল থাকব।

তিনি বলেন যারা অধিক জরিমানা, শাস্তি ও বেত্রাঘাতের ভয়ে ইমিগ্রেশন হয়ে দেশে ফেরত যেতে পারছিলেন না বা অতিরিক্ত অর্থ খরচ হত তাদের জন্য জেল জরিমানা ছাড়া সহজ শর্তে দেশে ফিরে যাবার জন্য ব্যাক ফর গুড কর্মসুচি চালু করা হয়েছে। এজন্য বাংলাদেশ সরকার অতিরিক্ত ফ্লাইট দিয়েছে এবং টিকেট প্রতি ১২ হাজার টাকা করে ভর্তুকি দিয়েছে।

Translate »