Home জাতীয় মাস্ক না পরলে করোনা মোকাবিলায় কিছুই সফল হবে না: মন্ত্রিসভা

মাস্ক না পরলে করোনা মোকাবিলায় কিছুই সফল হবে না: মন্ত্রিসভা

বিজনেসটুডে২৪ ডেস্ক

ঘরের বাইরে সবাই মাস্ক ব্যবহার না করলে করোনা ভাইরাস মোকাবিলায় সরকারের নেয়া নানা উদ্যোগের কিছুই সফল হবে না বলে মনে করে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এ অভিমত ব্যক্ত করা হয়। সভায় মাস্ক ব্যবহার নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয় বলে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন।

সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, মাঠ প্রশাসন থেকে আমাদের জানানো হয়েছে, মাস্ক না পরায় জরিমানা করার পরে, জেল দেওয়ার পরে মানুষের মধ্যে ওইভাবে সচেতনতা আসছে না। সে জন্য তারা পরামর্শ দিয়েছে- স্থানীয় সরকার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলগুলোর মাধ্যমে প্রচার করতে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাণিজ্য মন্ত্রণালয়কে বলে দেয়া হয়েছে, বিসিসিআইসহ যারা আছে তাদের সবাইকে এনশিউর করতে যে তাদের আওতাধীন সবাইকে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে বলা হয়েছে, তাদের আওতাধীন প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে প্রচারণা করতে।

তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন, অঙ্গ-সংগঠনে যারা আছে তাদের সবাইকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন যে প্রোগ্রামেই যারা আসবেন, যত যাই করুক প্রোগ্রাম অবশ্যই তাদের মাস্ক পড়তে হবে। তারা ম্যাসিভ ক্যাম্পেইন করবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কাপড়ের মাস্ক বিতরণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, যাতে তা ধুয়ে পুনরায় ব্যবহার করা যায়।

শীতে সংক্রমণ বাড়ার আশঙ্কার কথা জানিয়ে আনোয়ারুল বলেন, যে ভাবসাব দেখা যাচ্ছে, যেভাবে বাড়ছে তাতে এটা আল্লাহ না করুক শীত যদি একটু বেশি পড়ে, তাহলে আরও নেগেটিভ ইমপ্যাক্ট পড়বে। শুধু জেল-জরিমানা করলেই হবে না। মন্ত্রিসভা বলেছে, মাস্ক যদি না পড়ে কোনো কিছুই সফল করা সম্ভব হবে না।

এদিকে মন্ত্রিসভা প্রতি বছরের ১৮ ডিসেম্বর তারিখকে ‘জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস’ হিসেবে ঘোষণা করেছে।

একই সঙ্গে দিবসটিকে মন্ত্রিপরিষদ বিভাগের এ সংক্রান্ত পরিপত্রের ‘খ’ ক্রমিকে অন্তর্ভুক্ত করার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন।