Home করোনা আপডেট মাস্ক পরা নিশ্চিতে ১১ নির্দেশনা

মাস্ক পরা নিশ্চিতে ১১ নির্দেশনা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে যাওয়ায় বাড়ির বাইরে মাস্ক পরা নিশ্চিত করতে ১১টি নির্দেশনা দিয়েছে সরকার। সোমবার এ সংক্রান্ত পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এতে বলা হয়েছে, করোনা থেকে বাঁচতে বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে, মানতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক পরা নিয়ে দেয়া ১১টি নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানানো হয়।

নির্দেশনা হলো- সরকারি-বেসরকারিসহ সকল অফিসের কর্মকর্তা-কর্মচারি এবং সেবাগ্রহীতাদের অবশ্যই মাস্ক পরতে হবে। হাসপাতালসহ সকল স্বাস্থ্যসেবা কেন্দ্রেও একইভাবে মাস্ক ব্যবহার করতে হবে। বিষয়টি সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে নিশ্চিত করতে বলা হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও সব ধর্মীয় উপাসনালয়ে মাস্ক পরা নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিচালনা কমিটি। শপিংমলসহ দোকান-পাটে বিষয়টি নিশ্চিত করবে স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কেট কমিটি। স্থানীয় প্রশাসন ও হাট-বাজার কমিটি বাজারে মাস্ক পরা ছাড়া পণ্য কেনা-বেচা না করা নিশ্চিত করবে।

গণপরিবহনে (সড়ক, নৌ, রেল, আকাশপথ) চালক-হেলপার ও যাত্রীদের যানে উঠার আগেই মাস্ক পরতে হবে। এটি নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, আইন-শৃঙ্খলা বাহিনী ও মালিক সমিতি।

এ ছাড়া গার্মেন্টসসহ সকল শিল্প-কারখানার শ্রমিকদের মাস্ক পরা নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও মালিকরা। হকার, রিকশা-ভ্যানচালক ও পথচারীদের মাস্ক পরার বিষয়টি দেখবে আইন-শৃঙ্খলা বাহিনী।

হোটেল-রেস্টুরেন্টের কর্মকর্তা-কর্মচারি ও জনসমাবেশে অংশ নিলে মাস্ক পরতে হবে, বিষয়টি নিশ্চিত করবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মালিক সমিতি। সামাজিক অনুষ্ঠানের মাস্ক পরা নিশ্চিত করবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান। বাড়িতে কারো করোনা উপসর্গের রোগী থাকলে মাস্ক পরবেন পরিবারের সুস্থ সদস্যরা।