Home Third Lead মা-শিশু হাসপাতালের করোনা ইউনিট চালুর দাবিতে আজ মানববন্ধন

মা-শিশু হাসপাতালের করোনা ইউনিট চালুর দাবিতে আজ মানববন্ধন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: আগ্রাবাদে  অবস্থিত চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের করোনা ইউনিট চালুর দাবিতে রবিবার সকাল ১১টায় মানববন্ধন করবে নাগরিক উদ্যোগ।

হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। নাগরিক উদ্যোগ জানায়, স্বাস্থ্যবিধি মেনে এই কর্মসূচি পালন করা হবে। অসুস্থ এবং বয়স্কদের কর্মসূচিতে যোগা না দিতে বলা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি থাকবেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ খোরশেদ আলম সুজন।

মা-শিশু ও জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসা সেবা শুরু হওয়ার কথা ছিল গত সপ্তাহে। এ লক্ষ্যে অবকাঠামোগত যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। কিন্তু চালু করা যায়নি। অভ্যন্তরীণ সংকটে তা বিলম্বিত হচ্ছে বলে কার্যনির্বাহি কমিটি সূত্রে জানা গেছে। তবে, নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা আলহাজ খোরশেদ আলম বিজনেসটুডে২৪ কে বলেছেন যে একটি চক্র ফায়দা লুঠার জন্য করোনা ইউনিট চালুর কার্যক্রমকে জিম্মি করেছে।

নব নির্মিত  ভবনে করোনা রোগী চিকিৎসার জন্য নির্দিষ্ট করা হয়েছে। ২০ শয্যার আইসোলেশন সেন্টার এবং ৫০ শয্যার ফ্লু কর্নার।  সেন্টারে চিকিৎসা সেবা পাবেন করোনা আক্রান্তরা। আপাতত দু’টি ভেন্টিলেটার রাখা হয়েছে এবং আরও দু’টি সংযোজিত হবে । তাছাড়া, হাসপাতালের আইসিইউতে১১টি রয়েছে। প্রয়োজনে সেগুলোও ব্যবহার করা যাবে।

জ্বর, সর্দি, কাঁশি ইত্যাদি করোনার উপসর্গ নিয়ে যারা আসবেন প্রাথমিকভাবে তাদের চিকিৎসার জন্য ফ্লু কর্নার। কার্যনির্বাহি কমিটি সূত্রে জানা যায়, করোনা ইউনিটে রোগীদের চিকিৎসা সেবার ব্যয় হবে হাসপাতালের অন্যান্য ইউনিটের অনুরূপ। অর্থাৎ সাধারণ রোগীদের সামর্থের মধ্যে এবং ক্ষেত্র বিশেষে বিনামূল্যে।