Home কলকাতা মা হয়েছেন শুভশ্রী

মা হয়েছেন শুভশ্রী

কলকাতা: মা হয়েছেন শুভশ্রী। শনিবার দুপুরেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। এবার সদ্যোজাতর ছবিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়। রাজ-শুভশ্রী ছেলের নাম রেখেছেন য়ুবান।

সোশ্যাল মিডিয়ায় যে ছবি শুভশ্রী শেয়ার করেছেন তা দেখে আন্দাজ করা গিয়েছে, জন্মের একদম পরমুহূর্তেই তোলা হয়েছে নবজাতকের ছবি। মা আর ছেলে ধরা দিয়েছেন এক ফ্রেমে। ছবির ক্যাপশনে লেখা হয়েছে, “আমরা আশীর্বাদধন্য। ছোট্ট য়ুবান সবাইকে ‘হ্যালো’ বলছে।”

শনিবার দুপুরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন অভিনেত্রী। জানা গিয়েছে, এদিন বেলা দেড়টা নাগাদ পুত্র সন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী। মা এবং সন্তান দু’জনেই সুস্থ রয়েছেন। নবাগতের আগমনে এখন খুশির হাওয়া চক্রবর্তী পরিবারে।

গত ১১ মে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন সোশ্যাল মিডিয়ায় মা হওয়ার খবর শেয়ার করেছিলেন শুভশ্রী। স্বামী রাজ চক্রবর্তীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সহ সেই পোস্টে শুভশ্রী লেখেন, “দ্বিতীয় বিবাহবার্ষিকীর সকালে আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে আমরা আরও একটি হাত ধরতে চলেছি, আরও এক হৃদয়কে ভালবাসতে চলেছি। উই আর প্রেগন্যান্ট।” রাজ-শুভশ্রী জানান, সম্ভবত সেপ্টেম্বরেই আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান।

পরিকল্পনা করে ‘প্রেগন্যান্সি ফটোশ্যুট’-ও করান রাজ-শুভশ্রী। তারকা দম্পতি যে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সেখানে দেখা গিয়েছিল শুভশ্রী পরেছিলেন ডেনিম হটপ্যান্টের সঙ্গে নেভি ব্লু রাউন্ড নেক টি শার্ট। তাতে লেখা- ‘দ্য গার্ল ইজ গোয়িং টু বি আ মম্মি’। রাজও রঙ মিলিয়ে ডেনিমের সঙ্গে নেভি ব্লু টি শার্ট পরেছিলেন। তাতে লেখা ‘ড্যাড টু বি’।

তবে অগস্ট মাসের মাঝামাঝি রাজ করোনায় আক্রান্ত হওয়ার পর অন্তঃসত্ত্বা শুভশ্রীকে নিয়ে চিন্তায় ছিলেন পরিবারের সকলে। তবে রাজ ছাড়া বাকি সবার রিপোর্টই আসে নেগেটিভ। খানিক স্বস্তি পান সবাই। এরপর করোনা আবহে বাবাকে হারান পরিচালক। করোনা আক্রান্ত হওয়ায় সেসময় সেলফ আইসোলেশনে ছিলেন রাজ। শেষবার দেখতেও পাননি বাবাকে। তবে সব দুঃখ কাটিয়ে এখন খুশির আমেজ চক্রবর্তী পরিবারের। নবাগতকে নিয়ে মেতেছে পরিবার।-দি ওয়াল