Home First Lead মিজোরামে রেলসেতু ভেঙ্গে ২৭ জনের প্রাণহানি

মিজোরামে রেলসেতু ভেঙ্গে ২৭ জনের প্রাণহানি

সংগৃহীত ছবি

বিজনেসটুডে২৪ ডেস্ক

ভারতের মিজোরামে নির্মিয়মান রেলসেতু ভেঙ্গে বহু প্রাণহানি হয়েছে। এই ভয়ঙ্কর দুর্ঘটনায় অন্তত ২৭ শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অনেক শ্রমিক আটকে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহত শ্রমিকদের ১৭ জনই মালদার এক গ্রামের বাসিন্দা।

বুধবার সকালে মিজোরামে আইজল থেকে ২১ কিলোমিটার দূরে হঠাৎ-ই একটি নির্মীয়মাণ রেলব্রিজ ভেঙে পড়ে। ঘটনাস্থলে অন্তত ২৭ জন শ্রমিকের মৃত্যু হয়। ধসে পড়া ওই ব্রিজের তলায় অনেক শ্রমিক আটকে পড়েন। তাদেরকে উদ্ধারে চেষ্টা চলছে। জানা গিয়েছে, ব্রিজটি ভেঙে পড়ার সময় ঘটনাস্থলে ছিলেন ৩৫-৪০ জন শ্রমিক। তাই মৃতের সংখ্যা বাড়তে পারে।

দুর্ঘটনাটি ঘটেছে সাইরাঙে। সাইরাং আইজল থেকে খুব কাছেই অবস্থিত। উল্লেখ্য, মিজোরামের রাজধানী আইজলকে রেলপথের সঙ্গে যুক্ত করতে বহুদিন ধরে কাজ চলছে। সেই প্রকল্পের অধীনেই ছিল এই সাইরাঙের রেল সেতু।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের প্রতিজনের জন্য তিনি দুই লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা দিয়েছেন। আহতদের প্রতিজনের জন্য ৫০ হাজার রুপি ঘোষণা করেছেন। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা বলেছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। এই ট্রাজেডিতে তিনিও গভীর শোক প্রকাশ করেছেন। সহমর্মিতা প্রকাশ করেছেন নিহতদের পরিবারের প্রতি।

মিজোরামে ভয়াবহ ব্রিজ দুর্ঘটনায় মালদার একই গ্রামে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। গ্রাম থেকে প্রত্যেকেই শ্রমিক হিসাবে কাজ করতে গিয়েছিলেন। এই খবর গ্রামে পৌঁছতেই কান্না রোল নেমে আসে গ্রাম জুড়ে।

এছাড়া মালদা জেলা প্রশাসনকে শোকাহত পরিবারগুলিকে সমস্ত রকমের সাহায্য ও সহযোগিতা করতে নির্দেশ দেওয়া হয়েছে। দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের দেহ যত শীঘ্র সম্ভব তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়ার সব রকম প্রচেষ্টা রাজ্য সরকার মিজোরাম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে করে চলেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের নিকটাত্মীয়দের যত দ্রুত সম্ভব যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হচ্ছে। নিহতদের পরিবারের প্রতি মাননীয়া মুখ্যমন্ত্রী গভীর শোক প্রকাশ করে তাঁর সমবেদনা জানিয়েছেন।