বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলায় তার স্বামী সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার আদালতে আজ সোমবার জবানবন্দি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী সাহবুদ্দিন আহমেদ জানান, সকালে তাকে আদালতে নেওয়া হয়। সেখানে তিনি জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান। পরে তাকে আদালতের নির্দেশে কারাগারে নেওয়া হয়েছে। নতুন করে কোনো রিমান্ড আবেদন করেনি পুলিশ।
স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাত দিনের রিমান্ড শেষে বাবুল আক্তারকে আদালতে হাজির করা হয়। সোমবার সকালে কঠোর নিরাপত্তা ও গোপনীয়তার মধ্য দিয়ে বাবুল আক্তারকে আদালতে নেওয়া হয়। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহানের খাসকামরায় তাঁকে হাজির করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সকাল সাড়ে ১০টায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট সরোয়ার জাহানের আদালতে প্রবেশ করেন। সাধারণত জবানবন্দি দেওয়ার বিষয়ে জানানোর জন্য অভিযুক্তকে তিন ঘণ্টা সময় দেন আদালত। নির্ধারিত সময় বেলা দেড়টার দিকে শেষ হলেও প্রায় ঘণ্টাখানেক পরও জবানবন্দি দেবেন না বলে জানান তিনি। ২টা ৫২ মিনিটে তিনি আদালত থেকে বের হন এবং তাকে কারাগারে নেওয়া হয়।