Home বিনোদন বাসে মেয়েদের কেন ব্যাগ দিয়ে বুক চেপে রাখতে হয় জানি: মিমি

বাসে মেয়েদের কেন ব্যাগ দিয়ে বুক চেপে রাখতে হয় জানি: মিমি

মিমি চক্রবর্তী। ছবি সংগৃহীত

কলকাতা: ১৪ মার্চ হইচইতে মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত, নির্ঝর মিত্র পরিচালিত ওয়েব সিরিজ ‘ডাইনি’। তাঁর আগে ট্রেলার উদ্বোধনের মঞ্চে অভিনেত্রীর সঙ্গে কথা বলেন গণমাধ্যমের সাথে। ওয়েব সিরিজে অভিনেত্রীর ভূমিকার বাইরেও নারীদের দৈনন্দিন সংগ্রামের কথা উঠে এল অভিনেত্রীর মুখে।

ট্রেলার দেখেই বোঝা যায়, নির্ঝর মিত্রের এই নতুন সিরিজে সামাজিক কুপ্রথার বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। সেই প্রসঙ্গেই  অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, “এই ধরনের অন্ধবিশ্বাসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ধর্ম ও লিঙ্গ রাজনীতি। শুধু অভিনেত্রী হিসাবে নয়, একজন নারী হিসাবে তাই কতটা চ্যালেঞ্জিং ছিল এই রোল তাঁর কাছে?”

জবাবে সোজা ব্যাটে খেললেন প্রাক্তন সাংসদ। বললেন, “একজন মহিলা যখন জন্মায় তখন থেকেই সে এই পুরুষতান্ত্রিক সমাজকে অনুভব করতে শুরু করে। আমরা কলকাতায় কলেজ করেছি। জানি কেন বাসে দাঁড়িয়ে থাকার সময় মেয়েদের ব্যাগটাকে সামনের দিকে নিতে হয়।

শুধু কলকাতা বলে নয়, দেশের যে কোনও প্রান্তেই এই ঘটনা ঘটে। এখান থেকে মেয়েদের বেসিক স্ট্রাগলটা শুরু হয়। এর পর ধাপে ধাপে পুরুষতান্ত্রিকতা, বেতনের অসাম্য, একজন মহিলা অন্তঃসত্ত্বা হলে কাজ করতে না পারা কিংবা একজন মহিলা সিইও হয়ে চারটে কমান্ড দিলে সেই নিয়ে চারটে বাজে কথাবার্তা হওয়ার মতো ঘটনা ঘটে। এই বিষয়গুলোও সমাজের একেকটি অন্ধকার দিক।”

-সূত্র আজকাল