বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উত্তরজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মো.গিয়াস উদ্দিনের ওপর হামলা ও তার গাড়ি ভাংচুর করেছে দুর্বৃত্তরা।
১৯ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে স্থানীয় নিজামপুর কলেজ এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল তুহিনের বাড়িতে গেলে হামলার শিকার হন তিনি। তুহিনের রয়েছে মৎস্য প্রকল্প। সেটা ডোমখালি এলাকায়।
জানা যায়, বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে একদল সশস্ত্র দুর্বৃত্ত সেখানে গিয়ে তুহিনকে সন্ধান করে। না পেয়ে তার বাড়িতে গিয়ে মোটর সাইকেল পুড়িয়ে দেয়। সেই সংবাদে সকালে সেখানে যান সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন। দুর্বৃত্তরা তাকে আক্রমন করে এবং গাড়ি ভাংচুর করে।
গিয়াস উদ্দিন ঘটনার জন্য স্থানীয় রাজনৈতিক প্রতিপক্ষকে দায়ি করে জানান, ‘হামলার পর আমি মিরসরাই থানায় গিয়ে অভিযোগ দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে আসি।’
মিরসরাই থানার ওসি মজিবুর রহমান এ প্রসঙ্গে গণমাধ্যমকে বলেন, ‘নিজামপুরে একজনের বাড়িতে হামলা ও ভাঙচুরের খবর শুনেছি। তবে এই বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে’।
সাবেক উপজেলা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের অভিযোগ সম্পর্কে তিনি বলেন, ‘তিনি আমার সঙ্গে কথা বলে গেছেন থানায় এসে, কিন্তু মামলা করেননি। যে কেউ মামলা দিলে আমি মামলা অবশ্যই নেব’।