Home Second Lead প্রার্থিতা ফিরে পেয়ে গিয়াস বললেন, ‘জামানত বাজেয়াপ্ত হবে প্রতিপক্ষের’

প্রার্থিতা ফিরে পেয়ে গিয়াস বললেন, ‘জামানত বাজেয়াপ্ত হবে প্রতিপক্ষের’

মোহাম্মদ গিয়াস উদ্দিন

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: আসন্ন সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ ( মিরসরাই ) আসনে স্বতন্ত্র প্রার্থী , সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন আজ রবিবার প্রার্থিতা ফিরে পেয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বললেন মিরসরাইবাসীর ভোটের অধিকার নিশ্চিত করলে নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেলের জামানত বাজেয়াপ্ত হবে, বিপুল ভোটে আমিই জয়ী হবো।

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন-এর ছেলে রুহেল। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এই আসনে ৭ বারের সংসদ-সদস্য।

মনোনয়নপত্রের সঙ্গে গিয়াস উদ্দিনের জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের মধ্যে ত্রুটিপূর্ণতার অভিযোগে গত ৩ ডিসেম্বর  মনোনয়নপত্র বাতিল করেছিলেন রিটার্নিং কর্মকর্তা।এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেছিলেন। রবিবার নির্বাচন কমিশন মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ও চার কমিশনার আপিল শুনানি করছেন। সেখানে গিয়াস উদ্দিন ফিরে পেয়েছেন  প্রার্থিতা।

প্রার্থিতা ফিরে পাওয়ার পর আলহাজ মোহাম্মদ গিয়াস উদ্দিন গণমাধ্যমকে বলেছেন, চট্টগ্রাম-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছি এখানকার মানুষের ভালোবাসা এবং তাদের অনুরোধে। আমি বিশ্বাস করি মিরসরাইয়ের আপামর জনসাধারণ আমাকে বিপুল ভোটে জয়ী করবেন। আমি প্রথম ধাপে ন্যায়বিচার পেয়েছি। আমি চাই ভোটের মাধ্যমে মানুষ তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করুক।

কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট গিয়াস উদ্দিনের প্রধান নির্বাচন সমন্বয়কারী। তিনি বলেছেন, আমি আশা করছি নির্বাচন অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন এবং এ নির্বাচনে জনগণের আশার প্রতিফলন ঘটাতে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি।