Home Second Lead মিয়ানমারের চাল আসছে এপ্রিলে

মিয়ানমারের চাল আসছে এপ্রিলে

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: জি টু জি চুক্তিতে মিয়ানমারের চাল আসা শুরু হবে এপ্রিলে। প্রতিটনের দাম চূড়ান্ত হয়েছে ৪৮৫ ডলার ( ৪১ হাজার টাকা )।

মিয়ানমার থেকে ১ লাখ টন চাল আমদানি হচ্ছে। মিয়ানমার থেকে সর্বশেষ তিন বছর আগে চাল আমদানি হয়েছিল।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম আন্তর্জাতিক বার্তা সংস্থা  রয়টার্সকে  জানিয়েছেন, সরকার টু সরকার চুক্তিতে সব ধরনের খরচসহ প্রতিটনের দাম ৪৮৫ ডলার। সেই হিসেবে এক লাখ টনের দাম হবে ৪১১ কোটি টাকার মতো। খুব দ্রুত চুক্তি স্বাক্ষরিত হবে। আর পর্যায়ক্রমে এপ্রিলে চাল আসা শুরু হবে।

মোছাম্মৎ নাজমানারা খানুম আরও বলেছেন, ‘দাম কমিয়ে রাখার বিষয়টিকে আমরা গুরুত্ব দিচ্ছি।’

চাল উৎপাদনে বিশ্বের ৭তম দেশ মিয়ানমার। এবার তারা রপ্তানিতেও এগিয়ে যাওয়ার জন্য বিশেষ মনোযোগী হয়েছে। বর্তমানে মিয়ানমার সরকার ২০ লাখ টন চাল রপ্তানির লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে। স্থল এবং জলপথে ৬৫টি দেশে চাল রপ্তানি করে থাকে। তাদের রপ্তানির বড় একটি অংশ যায় চীনে।