Home First Lead মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১১ পর্যটকের প্রাণহানি

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ১১ পর্যটকের প্রাণহানি

ছবি সংগৃহীত
বিজনেসটুডে২৪ প্রতিনিধিমীরসরাই: খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। হতাহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী। তাদের বাড়ি হাটহাজারী উপজেলার আমানবাজারে।

জানা যায়, দুপুর দুইটায় মিরসরাই উপজেলা খৈয়াছড়া ঝর্ণা সংলগ্ন রেলক্রসিং পারাপারের সময় একটি মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেন। এসময় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে পড়ে এবং পরে ট্রেনটিও আটকে যায়। ঘটনাস্থলেই ১১ জন পর্যটক নিহত হন। মাইক্রোবাসে চালকসহ মোট ১৪ যাত্রী ছিল বলে জানা গেছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবীর হোসেন জানান, মাইক্রোবাসে ১৩ যাত্রী ছিল। তারা খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতীর ধাক্কায় মাইক্রোবাসের ১১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। দুইজন আহত হয়েছেন।

মীরসরাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনহাজুর রহমান জানান, হাটহাজারী থেকে আসা ওই মাইক্রোবাসে মোট ১৪-১৫ জন ছিলেন। তাদের মধ্যে ১১ জন ঘটনাস্থলেই মারা যান। কেবল একজন অক্ষত আছেন। বাকিদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

 

 

মাইক্রোবাসের যাত্রীরা

মাইক্রোবাসের যাত্রীরা

 

 

 

বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) জাহাঙ্গীর হোসেন বলেন, মীরসরাইয়ে খৈয়াছরা ঝণা দেখতে আসা পর্যটকবাহী মাইক্রোবাসটি গেট ম্যানের অনুরোধ উপেক্ষা করে জোর করে ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। লেবেল ক্রসিংয়ের বাঁশ ঠেলে মাইক্রোবাসটি লাইনে ওঠে যায়।