Home অন্যান্য দারোয়ানের সঙ্গে দুর্ব্যবহার! ছেলেকে কড়া শাসন মুকেশের

দারোয়ানের সঙ্গে দুর্ব্যবহার! ছেলেকে কড়া শাসন মুকেশের

বিজনেসটুডে২৪ ডেস্ক

এশিয়ার ধনীতম শিল্পপতি তিনি। মুকেশ আম্বানির  সম্পদ যেমন আকাশছোঁয়া, তেমনই সম্মানও। অনেকে বলেন আম্বানিদের মতো বিনয়ী মানুষ বড় একটা দেখা যায় না। তাঁদের পরিবারের সকলেই মাটিতে পা রেখে চলেন। একাধিকবার সেসব দৃষ্টান্ত সামনে এসেছে।

Mukesh Ambani

রিলায়েন্স জিও-র চেয়ারম্যান পদ থেকে সম্প্রতি ইস্তফা দিয়েছেন মুকেশ আম্বানি। প্রতিষ্ঠানের শীর্ষ পদে বসেছেন তাঁর বড় ছেলে আকাশ (Akash Ambani)। এই ছেলেকেই একবার মানবিকতার পাঠ দিয়েছিলেন মুকেশ, নীতা আম্বানির সাক্ষাৎকারে উঠে এসেছে সেই গল্প।

নীতা আম্বানি একবার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, মুকেশ আম্বানি কীভাবে তাঁর ছেলেকে শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেন, একবার এক দারোয়ানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তাঁদের বড় ছেলে আকাশ। ওই দারোয়ানের সঙ্গে গলা তুলে কথা বলছিলেন তিনি। সেই সময় ঘটনাটি চোখে পড়ে মুকেশ আম্বানির। তিনি তৎক্ষণাৎ সেখানে গিয়ে ছেলেকে শাসন করেন। দারোয়ানের সঙ্গে ওভাবে গলা তুলে কথা বলার জন্য বাবার বকুনি খেতে হয় আকাশকে। এমনকি ওই দারোয়ানের কাছে ছেলেকে ক্ষমা চাইতেও বলেছিলেন আম্বানি।

ambani

এই ঘটনার কথা বলেই নীতা আম্বানি জানান, মুকেশ ধনীতম শিল্পপতি হলেও কতটা বিনয়ী, আন্তরিক। তিনি চান তাঁর ছেলেরা ভাল মানুষ হয়ে উঠুক। টাকা তাঁদের অঢেল আছে, কিন্তু সেই টাকা যে গাছে ফলে না, টাকা যে পরিশ্রমও করে রোজগার করতে হয়, তার কদর করতে শিখুক ছেলেরা, চান মুকেশ।

আম্বানি পরিবারের আদর্শ, মূল্যবোধ এসবের উপরেই নির্ভর করে। টাকা আছে বলে মূল্যবোধকে জলাঞ্জলি দেননি তাঁরা। যোগ্য পুত্রের হাতেই রিলায়েন্সের দায়িত্বভার তুলে দিলেন মুকেশ আম্বানি।