বিজনেসটুডে২৪ ডেস্ক
ক্রমশই দুবাইতে সাম্রাজ্য বিস্তার করে চলেছেন রিলায়েন্স কর্ণধার, শিল্পপতি মুকেশ আম্বানি। সম্প্রতি ছেলের জন্য দুবাইতে একটি প্রসাদপ্রমো বিলাসবহুল বাসভবন কেনার পর এবার ফের পরিবারের জন্য সমুদ্র সৈকতের ধারে একটি রাজকীয় বিলাসবহুল বাসভবন কিনলেন মুকেশ আম্বানি। কুয়েতের এক পুঁজিপতির কাছ থেকে এই প্রাসাদপ্রমো বাসভবনটি কিনেছেন তিনি। যার মধ্যে অভিজাত ব্যক্তি সাচ্ছন্দ্যের সমস্ত সুবিধা মজুদ রয়েছে।
মুকেশ আম্বানি একজন বিজনেস টাইকুন। যার বিপুল অর্থভাণ্ডারের তল খুঁজে পাওয়া সম্ভব নয়। এই মাসের শুরুতেই দুবাইতে ছেলে অনন্তের জন্য একটি রাজকীয় ভিলা কিনেছিলেন আম্বানি। যার জন্য ব্যয় হয়েছিল মোট ৮০ মিলিয়ন ডলার (প্রায় ৭০০ কোটি)। তার কিছুদিন যেতে না যেতেই পুত্রের রাজকীয় ভিলার অনতিদূরেই ফের আরও একটি বিলাসবহুল বাসভবন কিনলেন বিজনেস টাইকুন আম্বানি।
দুবাইয়ের পাম জুমেইরাহ দ্বীপে ১৬৩ মিলিয়ন ডলারের (আনুমানিক ১,৩৪৯.৬০ কোটি টাকা) একটি বিশাল প্রাসাদ কিনেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি।
ব্লুমবার্গ জানিয়েছে, আম্বানি গত সপ্তাহে কুয়েতের কোটিপতি মোহাম্মদ আলশায়ার পরিবারের কাছ থেকে বাড়িটি কিনেছেন। এই পুঁজিপতির ব্যবসায়িক সংগঠনের অধীনে রয়েছে স্টারবাকস, এইচএন্ডএম এবং ভিক্টোরিয়াস সিক্রেটের মতো খুচরা ব্র্যান্ডগুলির জন্য স্থানীয় ফ্র্যাঞ্চাইজি। ব্যক্তিগত স্পা, ইনডোর ও আউটডোর পুল এবং দশটি বেডরুম রয়েছে এই রাজকীয় বাসভবনে।
এই মাসের শুরুতে পাম জুমেইরাহে ৮২ মিলিয়ন ডলারের আরেকটি বাড়ি কিনেছিলেন আম্বানি। তারপর এই মাসেই আরও একটি ব্যয়বহুল বাড়ি কিনলেন তিনি।
দুবাইয়ের ভূমি দফতর জানিয়েছে, ১৬৩ মিলিয়ন ডলার খরচ করে প্রাসাদটি কেনা হয়েছে। তবে ক্রেতার কোনও পরিচয় প্রকাশ করা হয়নি। কাসা ডেল সোলে ৮টি বেডরুম এবং ১৮টি বাথরুম রয়েছে। এটির বেসমেন্টে একটি জিমনেসিয়াম, একটি সিনেমা থিয়েটার, বোলিং অ্যালি, জ্যাকুজি এবং একটি ১৫ টি গাড়ি পার্কিং সুবিধা রয়েছে। গত বছরই ৭৯ মিলিয়ন ডলার খরচ করে ইউকে কান্ট্রি ক্লাব স্টোক পার্ক কিনেছিলেন তিনি।
দেশের দ্বিতীয় ধনী ব্যক্তি হলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি। তার মোট সম্পত্তির পরিমাণ ৮৪ বিলিয়ন মার্কিন ডলার
উল্লেখ্য, বর্তমান পরিস্থিতি দিক দিয়ে বিচার করলে দুবাই ক্রমশ বিশ্বের তাবড় তাবড় শিল্পপতিদের ঘাঁটি হয়ে উঠছে। কোভিড মহামারি কাটিয়ে ফের অর্থনীতির দিক দিয়ে চাঙ্গা হয়ে উঠছে দুবাই। জনসংখ্যার ৮০ শতাংশ জুড়ে রয়েছে রয়েছে শুধু প্রবাসীরা।