Home চট্টগ্রাম মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কবরস্থানের দোকান সরিয়ে ফেলার নির্দেশ

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত কবরস্থানের দোকান সরিয়ে ফেলার নির্দেশ

ইমাম হোসেন (মীরসরাই) চট্টগ্রাম: ৭১ এর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত মুগদারখীল কবরস্থান নামক জায়গাটিতে দোকানঘর নির্মাণ করা হচ্ছে। তা অবহিত হয়ে  বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকালে মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম জামিউল হিকমাকে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসময় তিনি সরকারী খাস খতিয়ানভুক্ত জায়গা বেদখল হওয়ায় মাসুদ রানা নামের ব্যক্তিকে নিজ দায়িত্বে উক্ত দোকানগুলো সরিয়ে নিয়ে কবরস্থানের জায়গাটি অবমুক্ত করার জন্য মৌখিক ভাবে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, দীর্ঘদিন ধরে এ জায়গাটি দখল করে দোকানপাট করে আসছে প্রভাবশালী চক্র। এতদিন টিনশেড দোকান থাকলেও বর্তমানে সেখানে দালান ঘর নির্মাণ করা হচ্ছে। দখলদাররা প্রভাবশালী হওয়ায় কেউ ভয়ে মুখ খুলেনি। আমরা শুনে এসেছি এখানে পুরাতন কবর ছিল এবং মুক্তিযোদ্ধোদের গণকবরও দেয়া হয়েছিল।
অভিযুক্ত মাসুদ রানা বলেন, প্রায় ৩০ বছর আগে আজিজুল হক গং থেকে আমি এই জায়গার উপর নির্মিত দোকান ক্রয় করি। এই দোকান ঘরের পিছনে আমার নিজস্ব জায়গা রয়েছে। বিএস খতিয়ানে ভুলবশত উক্ত স্থানটি কবর স্থান হিসেবে দেখানো হয়েছে। মূলত ষড়যন্ত্রমূলকভাবে আমাকে উচ্ছেদ করার চেষ্টা চালানো হচ্ছে।
এই বিষয়ে মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমদ নিজামী বলেন, জায়গাটিতে কবরস্থান ছিল আমিও এই বিষয়ে অবগত হয়েছি। ইতোমধ্যে আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ভবন নির্মাণে নিষেধাজ্ঞা দিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, উক্ত জায়গাটি সরকারের খাসভুক্ত এবং জমির শ্রেণী কবরস্থান রয়েছে ‌। মৌখিকভাবে ২৪ ঘণ্টা সময় দিয়ে এসেছি এবং পরবর্তীতে আমরা লিখিত আকারে উচ্ছেদ নোটিশ প্রদান করবো। কবরস্থানটির জায়গা উদ্ধার করে শহীদ মুক্তিযোদ্ধাদের নামে করা হবে।