বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রামঃ সিটি কর্পোরেশনের নতুন মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর দায়িত্ব গ্রহণ উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, চট্টগ্রাম বাসীর জন্য প্রধান মন্ত্রীর মুজিব শতবর্ষের অন্যতম উপহার একজন মুক্তিযোদ্ধাকে দলীয় মনোনয়ন দিয়ে মেয়র হিসেবে চট্টলাবাসীর সেবা করার সুযোগ দেওয়া।
সোমবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সিটি কর্পোরেশনের আয়োজনে সমাবেশে তিনি বলেন, চট্টগ্রামে এই পর্যন্ত ২জন মুক্তিযোদ্ধা মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছেন। একজন মহিউদ্দিন চৌধুরী আরেকজন রেজাউল করিম চৌধুরী।
তিনি আরো বলেন, একজন মুক্তিযোদ্ধার কাছে অপরাজনৈতিক শক্তি ও যারা সন্ত্রাস করে, তাদের স্থান হবে না। আমরা কেউ এই শহরে সন্ত্রাস, দুর্নীতি, দুর্বৃত্তায়নের রাজনীতি চাই না। রেজাউল করিম চৌধুরী সবার মতামতের ভিত্তিতে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বয়ের মাধ্যমে কাজ করার ঘোষণা দিয়েছেন। তার বড় প্রমাণ আজকের এই সুধী সমাবেশ। তিনি সবার মতামতের জন্য সুধীজনদের এখানে আমন্ত্রণ করেছেন।
জননেত্রী শেখ হাসিনা ব্যাপক উন্নয়নকাজ উপহার দিয়েছেন। নগরপিতার মাধ্যমে এসব উন্নয়নের খবর মানুষের কাছে পৌঁছাতে পারবো। আমাদের কোনো ধরনের প্রতিযোগিতার প্রয়োজন নেই, বিবাদের প্রয়োজন নেই, বিরোধের প্রয়োজন নেই। সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এ শহরের সব নাগরিক, সব জনপ্রতিনিধি সবাইকে সাথে নিয়ে আমরা নাগরিক সেবা নিশ্চিত করতে পারি। যদি সবাই সহযোগিতা করেন তাহলে শতভাগ প্রত্যাশা পূরণ হবে এবং মেয়রের কাজে অনেক বেশি গতিশীলতা আসবে বলে জানান শিক্ষা উপ-মন্ত্রী।